বুধবার, মে ২২, ২০১৩

মৃত্যুর গল্প

কেউ মরে গেছে - শুনলে আমরা ব্যথা পাই, মনটা সিক্ত হয় ৷ তারপর ভুলে যাই ৷ 

একেকজনের একেকরকম ৷ রাষ্ট্রের অবহেলা আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাইকে মেরে ফেললো, আমরা ব্যথা পেয়েছি, ভুলে গেছি ৷ এগারোশত মানুষ মরে গেল বিল্ডিংএর নিচে চাপা পড়ে, আমরা আহাউহু করলাম ৷ নির্ভীক সজল খালেদ চলে গেলেন, আমরা লাইক-দিয়েই-খালাস আমজনতা  ভুলে যাব মাস খানেক পরেই৷ হয়ত কাছের কয়েকজন ছাড়া কেউ মনেও রাখবেন না পাপাই এর মায়ের কথা৷


মৃত্যু সবচেয়ে বড় দাগা দিয়ে যায় কাছের মানুষ গুলোকে, তারা বয়ে বেড়ায় এই অসহ্য বেদনার ভার ৷ বাকিটা জীবন ধরে চাপা কষ্ট তাড়িয়ে ফেরে৷ একেকজনের গল্প একেকরকম৷ প্রিয়জন হারানো কারো সেই গল্পের কাছাকাছি আপনি পৌঁছুতে পারবেন না কখনো ৷ তাই আমি যে কোন মৃত্যুর গল্পের মুখোমুখি হতে ভয় পাই৷

২টি মন্তব্য:

. বলেছেন...

চার বছরের নীরবতা ভাঙলেন এমন লেখায়!

Niloy বলেছেন...

লেখাগুলো ভালো ছিল। যারা পড়তে ভালোবাসে তাদের ভালো লাগবে ।
কবিতা পড়তে চাইলে আপনাদের এখানে আমন্ত্রণ রইলো।
https://miskatraihan.blogspot.com/