
লক্ষী পয়মন্ত মা আমার, এইভাবে বার-বার ক্ষত-বিক্ষত হয়ে যায় হায়নাদের আঁচড়ে। তারপরও জল আসে না তাঁর চোখে।
শ্বাপদের দল আমার মায়ের শাড়ি ছিন্ন ভিন্ন করে ফেলে। তবুও তার চোখে চৈত্রের খরা যেন।
বাংলাদেশ, আমার মা, ক্ষত-বিক্ষত অসহায় নয়নে তার কুলাঙ্গার সন্তানের পানে চেয়ে থাকে।
-
বাংলাদেশ আজ বিপন্ন। ধর্মব্যবসায়ীরা আবার আঘাত হেনেছে আমাদের অস্তিত্বে, মননে। এবার তারা হামলা চালিয়েছে "বলাকা" য়।
এ কোন বাংলাদেশ দেখার জন্য আমি বেঁচে আছি?
--
ছবি কৃতজ্ঞতা বাংলার চোখ ডট কম
1 টি মন্তব্য:
'মধ্যরাতে বাংলাদেশ শ্লীলতা হারায়'
একটি মন্তব্য পোস্ট করুন