বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০০৮

জুবায়ের ভাইয়ের সাথে দেখা হলো না

মুহম্মদ জুবায়ের ভাই চলে গেছেন। কাল।
কীভাবে বিদায় জানাতে হয় জানি না। কিছুক্ষণ পরপরই যখন মনে পড়ছে, আর কোন পোস্টে কখনো লেখা থাকবে না, লিখেছেন .. মুহম্মদ জুবায়ের, দুর্বল হয়ে যাচ্ছি, ভিজে উঠছে চোখ । আর কখনো পড়া হবে না মেয়ের গল্প নিয়ে গর্বিত বাবার পোস্টগুলো অথবা সত্তরের দশকের বাংলাদেশের ঘটনা-দুর্ঘটনা নিয়ে তার স্মৃতিচারণ অথবা ধারাবাহিক উপন্যাস "চুপকথা" অথবা "পৌরুষ"। আর কখনো হালখাতা ধরে আমাদেরকে কেউ মনে করিয়ে দেবে না, সিরিজ শুরু করে শেষ না করার বকুনি খেতে হবে না আমাদের।

কখনো দেখা না হয়েও একজন মানুষের জন্যে এতোটা অনুভব - অবাক হয়ে আছি।
জানি না - আমরা কী হারালাম। ভালো থাকুন, জুবায়ের ভাই। ভালো থাকুন, যেখানেই যান।

৩টি মন্তব্য:

Suman Chowdhury বলেছেন...

সকাল থেকে মনিটরের সামনে। একটা অক্ষরও লিখতে পারছি না। একটা ভোঁতা কষ্ট...

সৌরভ বলেছেন...

তাঁর শেষ লেখায় মন্তব্য করেছিলাম।

১৩ | সৌরভ | শুক্র, ২০০৮-০৮-২২ ১৪:৩৭
তারপর পৃথিবীর নিয়মে মেঘ নেমে আসে।

তাঁর জবাব ছিলো।

১৩.১ | মুহম্মদ জুবায়ের | শনি, ২০০৮-০৮-২৩ ১৮:৪০
এবং অতঃপর পৃথিবীর নিয়মেই কল্যাণের বৃষ্টি নামে, মেঘ কেটে যায়, ঝকঝকে রৌদ্রের দিন ফিরে আসে।

বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে, আবার এই তো উনি লিখতে বসবেন।

Tareq Nurul Hasan বলেছেন...

কেবলই কান্না পাচ্ছে--