পাখি। টিয়া। ঝাঁকে ঝাঁকে, সন্ধ্যায় ওদের ডানা ঝাপটানি ওই অচিন বৃক্ষের পাতায়-ডালে।
সব হারিয়ে যাবে, খুব তাড়াতাড়ি হলে কাল, অথবা সামনের সপ্তায়। বাড়ছে কনক্রিটের কাঠামো, হয়ে গেছে একতলা। আমার বিদ্যালয় বানাচ্ছে নতুন ভবন, যেনো ফুঁড়ে উঠছে অশ্লীলভাবে। একেবারে আমার জানলা ঘেঁষে। পুরনো কিছু ভবন ভেঙে ফেলা হবে, তার প্রস্তুতি হিসেবে এখানে গড়ে উঠছে নতুন। আমাদের আকাশকে বিসর্জন দেবার বিনিময়ে প্রতিষ্ঠান দেবে চকচকে নতুন ল্যাব, শ্রেনীকক্ষ এমনকি একতলায় কনভেনিয়েন্স স্টোর। বেচবে প্যাকেট লাঞ্চ থেকে শুরু করে স্লিপিং পিল।
আমি জানলা দিয়ে তাকালে আর আকাশ আমায় ডাকবে না। মায়াভরা বৃষ্টিমাখা আকাশ অথবা দুধ-সাদা মেঘ মাখানো আকাশ। দেখবো সেখানে কনক্রিটের কালো অথবা ধূসর দেয়াল। অথবা এয়ারকুলারের বেড়ে যাওয়া বাইরে থাকা অংশ। স্ট্রেসময় জীবনের বন্ধু এই ছোট্ট আকাশটুকু, তোমার সাথে বিদায়ের এই বেলায় নাগরিক মানুষ হবার দায় ও দুঃখে আমি বিব্রত। অসহায়।
বিদায় বন্ধু।
1 টি মন্তব্য:
সকল বাংলাদেশী ব্লগ সাইটের একটি লিস্ট তৈরি করা হয়েছে। এর নাম বিডি ব্লগারস. সকল বাংলাদেশী ব্লগারদের কাছে আমাদের একান্ত অনুরোধ রইল যাতে সবাই বিডি ব্লগারস এর ওয়েব ব্যাজগুলো নিজেদের সাইটে ডিসপ্লে করেন (ব্যাজগুলো উপরের ব্যাজ অংশে পাওয়া যাবে) এবং ব্লগে বা ফোরামে বিডি ব্লগারস নিয়ে একটি পোস্ট লেখেন যাতে করে অন্যান্য সকল বাংলাদেশী ব্লগাররা এই তালিকা সম্পর্কে জানতে পারেন।
আপনাকে ধন্যাবাদ।
একটি মন্তব্য পোস্ট করুন