বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০০৮

উঁহু, এভাবে আমাদের কণ্ঠ বন্ধ করা যাবে না

এভাবে গলা টিপে ধরা যায়, মেরে ফেলা যায়। কিন্তু এভাবে কণ্ঠ বন্ধ করে দেয়া যায় না। এভাবে আগামীকাল জেগে ওঠা নতুন দিনের মিছিলকে থামানো যায় না।

-
প্রিয় সচলায়তন এর সাথে সংশ্লিষ্টরা আশংকা করছেন সাইটটিকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলার অপচেষ্টা চালানো হয়েছে। সরাসরি ডোমেইন ঠিকানা লিখে শুধুমাত্র বাংলাদেশ থেকে সেখানে প্রবেশ করা যাচ্ছে না। টেকনিক্যাল ত্রুটির সব সম্ভাবনা খতিয়ে দেখার পর, তারা এখন কোন ধরনের নাশকতা অথবা কণ্ঠ রুদ্ধ করার অপপ্রয়াস এর ব্যাপারে মোটামুটি নিশ্চিত।

কণ্ঠ রুদ্ধ করার যে কোন অপপ্রচেষ্টার বিরুদ্ধে সব সময় জেগে আছি।

কোন মন্তব্য নেই: