রবিবার, অক্টোবর ২১, ২০০৭

পৌনঃপুনিক মৃত্যু

আমার বর্তমান পৌনঃপুনিক। ঘুরেফিরে একই বৃত্ত। রাত শেষে আবার একই রকম আরেকটা দিন।
আমার অনুভূতিরা মৃত, তাদেরকে ঘিরে পোড়া মূর্তিরা খেলা করে। তাধিন তাধিন ধিন।
উদ্দাম নৃত্য। দুহাত তুলে, বৃত্ত রচনা করে।

বেসুরো আঁশটে গন্ধ আমার চারপাশে, পোড়া শব অথবা মনপ্রসূত অবাস্তবতা। পাথরের ঘষঘষে শব্দ।
হৃদয়কে আহত করা কিছু সুর। নস্টালজিক এবং মেলানকোলিক। খুঁজতে থাকি।
পাই না, পাই না সেই গানটা। বিপুল তরঙ্গ রে.. রবি বুড়োটার গান।

আমি হারিয়ে যাই। আমার ঈশ্বর খুঁজে ফিরি।
বৃত্তটায় গা এলিয়ে দেই ব্যাখ্যাহীন নির্ভরতায়।

২টি মন্তব্য:

নিঘাত সুলতানা তিথি বলেছেন...

ব্যাখ্যাহীন নির্ভরতা...পৌনপুনিক মৃত্যু...
তবু তো অথবা তাই তো কবিতায় এমন গন্ধ...

নামহীন বলেছেন...

You’re not going to win much cash, however you also won’t lose so much both. Unfortunately, where there's be} demand, there's be} cash, and where there's be} cash, there are scammers who've created fraudulent platforms designed to trick people out of their cash by providing rigged video games. 바카라사이트 As a outcome, NSW gamblers must do a correct background examine of every platform that they're thinking about and make sure that|be certain that} they don't seem to be|they aren't} utilizing one of many fraudulent ones.