মঙ্গলবার, সেপ্টেম্বর ১৮, ২০০৭

কী বলবো ভেবে পাচ্ছি না।

আরিফ জেবতিক এর লেখা :
"গ্রেফতার আরিফ,চাকুরিচ্যুত সুমন্ত আসলাম,আর শেষ রাতে মতি ভাইয়ের বিড়াল মারা।"

কী বলবো ভেবে পাচ্ছি না!
কথা খুঁজে পাচ্ছি না।
হতাশাব্যঞ্জক এই সময়, এই দেশ আর ধিক্কার আমার নিজের জন্মের প্রতি কারণ আমি খুব ভুল সময়ে এসে পড়েছি!

প্রভূ, আমায় ক্ষমা করো। আমার অনুভূতি এতো ঠুনকো নয়!
আমি একদল বোধহীন শূয়রের পালের মাঝে আছি, যাদের ধর্মানুভূতি নামের নিরর্থক অনুভবটি এতোই সংকটে যে, তাদের দিনের পুরোভাগ কাটে নিজের বিশ্বাস আর লিঙ্গ ঠিক আছে কিনা, সেই পরীক্ষা-নিরীক্ষায়।

ধিক্কার এই ধর্মোন্মাদ পতঙ্গগুলোর জন্যে।
বাকহীন ঘৃণা এই সরকারের প্রতি, এই নোংরা কীটগুলোর প্রতি।

------
সরকারের কৌতুক দেখে নিয়েন। সরকারি প্রেসনোট থেকে নেয়া।
হাঁটুতে বুদ্ধি থাকলে এইরকমই হয়।

কোন মন্তব্য নেই: