শনিবার, আগস্ট ০৪, ২০০৭

কষ্ট মুছে ফেলা কণ্ঠ - "Hayley Westenra"

কদিন আগে বিক্ষিপ্ত মনে য়্যুটিউব ঘাঁটাঘাঁটি করতে গিয়ে ভালো লেগে গেলো হ্যায়লি ওয়েস্টেনরা । সেই থেকে শুনছি আর মুগ্ধ হয়ে আছি।
এক কথায় ডুবে আছি নিউজিল্যান্ডার এই সুকন্ঠী সপরানো র সুরে।
অভিমান আর কষ্ট মুছে ফেলা সুর আর কথা।
এই পোস্ট ছেড়ে যাবার আগে শুনে নিন তাঁর প্রথম অ্যালবাম থেকে নেয়া এই গানটি - "Beat of your heart".
এই গানের লিরিক পেতে এখানে ক্লিক করুন অথবা নিচের "পুরো পোস্ট পড়ুন" লিংকে গুঁতো দিন। হ্যায়লে ওয়েস্টেনরা র গানের লিংক : য়্যুটিউব অথবা ইস্নিপস
"Beat of your heart" - Hayley Westenra



এই গানের লিরিক ।


২টি মন্তব্য:

Rezwan বলেছেন...

সত্যিই খুব সুরেলা কন্ঠ!

সৌরভ বলেছেন...

কৃতজ্ঞতা রেজওয়ান ভাই, এতোদূরে পা রাখার জন্যে।