অতঃপর, অধম সিদ্ধান্ত নিলো, মানে মানে - নিতে বাধ্য হলো।
তত্তোদিনে অনেক ক্ষতি হয়ে গেছে, ঘর হয়ে গেছে মরা ইঁদুরের গন্ধময় আর দিনযাপন হয়ে গেছে অক্ষছেঁড়া নামের মরা পচা নদীর মতো। সেইখান থেকে ফেরত আসা যায় না, মানে মানে, কেউ ফেরত আসতে চাইলে সে নাকি মারা পড়ে আর তাকে নতুনভাবে ধারাপাত শিখতে হয়।
কিন্তু কেমন করে য্যানো অধম ধারাপাত না শিখেই মুক্তি পেলো, আর ভাবতে লাগলো, পিথীমিটা যা মজার নাহ! আর সে বিশ্বাস করতে লাগলো, ঈশ্বরই তাকে উদ্ধার করেছে। তাই তার জীবন হয়ে উঠলো ঈশ্বরময়!
নতুন জন্মের পর, মরা ইঁদুর টাকে খুঁজে খুঁজে বেড়াতে লাগলো সারাঘর জুড়ে।
অবশ্য, শেষ খবর পাওয়া পর্যন্ত, সে সৌভাগ্য তার হয় নাই। তাহলে কি শেষ পর্যন্ত মরা ইঁদুরের সাথে সহ-বাস?
তাই, মাথা ঘ্যাঁস ঘ্যাঁস করে চুলকাতে চুলকাতে সে ঘর ছেড়ে বেড়াতে গ্যাছে পচা নদীর উৎসমুখ খুঁজতে। তবে, সে নাকি বিশ্বাস হারায়া ফেলছে জগতের মনু সম্প্রদায়ের উপর। এখন সে কী করবে, জানার জন্যে আপনাদের অপেক্ষা করতে হবে এই গাঁজা সিরিজের পরবর্তী সিকুয়েল পর্যন্ত।
------------------
যথারীতি ডিসক্লেইমার:
"এইসব দিনরাত্রি" র ব্যাপারস্যাপার গুলো জাস্ট কিছু দৈনন্দিন খসড়া ,ইচ্ছে করেই দুর্বোধ্য করে তোলা।খুব একটা মনোযোগ দিয়ে না পড়ার অনুরোধ করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন