কী করবো ভেবে পাচ্ছি না।
জীবনের অনেকটা সময় ধরে নিজেকে সাহস দিয়েছি, ওই একটা কথা বলে -টাইম ইজ এ্যা গ্রেট হিলার।
এখন আর সে অবস্থাও নেই।
সময় গেলে দুঃখগুলোর হাত-পা গজাবে, তারপর আমাকে ঘিরে ফেলবে - জানি ।
সকাল থেকে শুয়ে আছি, মানে, রাত থেকে - একবার ঘুম ভেঙেছে ১১টায় - হোম ডেলিভারি সার্ভিস এর ধাক্কায়, বাজারের প্যাকেটটা যেমন এসেছে তেমনিই আছে।
আবার শুয়েছি, এখন উঠলাম - বুঝতে পারছি, পাঁচটা বাজছে - ঘড়ি দেখে নয়, প্রতিদিন বেজে যাওয়া বিকাল পাঁচটা বাজার বাদ্য শুনে।
পেটে দানাপানি কিছু পড়ে নি ।
টু-থাউজেন্ড ওয়ান - এ স্পেস ওডিসি র শেষ দৃশ্যগুলোতে একা এক কক্ষে পায়চারি করতে করতে বুড়ো হয়ে যাওয়া বাউম্যান এর মতো মনে হতে থাকে নিজেকে এবং নিজের পার করা দিনগুলোকে।
নিঃশব্দ দিনের নীরবতা ভেঙে ফেলার সাহস পাই না।
---------
এই পোস্টগুলো কারো পড়া অর্থহীন - তাই আরএসএস ফিড বন্ধ করে রাখলাম।
কৃতজ্ঞতা জানাই এইখানে পা রাখার জন্যে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন