
সারাদিনে তিনঘন্টার একটা লম্বা সেমিনারের পর, নিজের ডেস্কে বসে, সচলায়তনে কিছু খুনটুসি ও দুজর্নদের ভাষায় পিঠ চুলকানি মার্কা কমেন্ট করার পর, কিটক্যাট মুখে পুরে দিয়ে সহজ কিছু সমীকরণ সমাধানে যখন ব্যর্থ হয়ে বাড়ি ফেরার জন্যে বেরুলাম, তখন বাইরে ঝুম বৃষ্টি, ঘড়ির কাটা পেরিয়ে গেছে ১১টার ঘর। ঘড়ির কাটা অবশ্য কোন অজুহাত নয়, ইচ্ছে করেই দেরি করা। সময় কাটানো জনভীড়ের মাঝে। সন্ধ্যায় অবশ্য পেটপুর্তির জন্যে দ্বারস্থ হয়েছিলাম অসময়ের খাদ্য-ভরসা ও খেতা পুড়ানো বিশ্বায়নের প্রতীক ম্যাকডোনাল্ডসে, কাগজের ঠোঙাটা বগলদাবা করে ডেস্কে ফিরে দেখি, মোটামুটি সুন্দরী ম্যাক-তরুণী আইস খাওয়ার চামচ দিয়ে আমাকে সালাদ খেতে বলেছেন। আমি
তথাস্তু বলে তাই করি, কারণ সুন্দরীগণ যা করবেন, তাই সিদ্ধ।
দিনশেষে গবেষণার পূর্ব পুরুষদের উদ্ধার করতে যখন ইচ্ছে করে, যখন ভাবি, পিথিমীটা কী মজার, যে যেটা বোঝেনা, তাকে সেইটা করতে বসিয়ে দেয়া হয়। বৃষ্টি আমাকে ভিজিয়ে বাড়ি ফেরায়, প্রায় খিদে নিয়ে একটা রুটি জাতীয় বস্তু চিবুতে চিবুতে সামান্য শরীর নড়াচড়া করার চেষ্টার পর একটা দিন যখন শেষ হয়, তখন বাসায় ঢোকার মুখে সারাদিনে বেশ কয়েক বার শোনা ওই গানটাই মাথায় ঘুরপাক করতেই থাকে।
জীনা ইসি কা নাম হ্যায়।
-------------------------------
মুল গান:
কিসি কি মুসকুরা হাটো পে হো নিসারছবি :
আনাড়ি ১৯৫৯, মূল ভূমিকায়:
রাজকাপুর কণ্ঠ :
মুকেশ
গান ইউটিউব এর
এই লিংক থেকে অডিও ট্র্যাক আকারে পরিবর্তিত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন