বুধবার, জুলাই ০৪, ২০০৭

ডিসক্লেইমার : অলেখকের ক্ষমা প্রার্থনা

প্রথমেই বলে রাখি, আমি লেখক নই।
লেখালেখি বলতে যা বোঝায়, আমার মধ্যে কোনকালেই ছিল না। কোনদিন কোন লিখিয়েদের আড্ডায় যাওয়া হয় নি, না, সুযোগই হয়নি আসলে।

আমি যা লিখি, তা লেখা না বলে কিছু খসড়া বলা ভালো। কিংবা প্রলাপ অথবা এলেবেলে - আবজাব বাক্য রচনা। নিজেই লিখি, নিজেই পড়ি - পাগলের সুখ মনে মনে - আর কি!

আজকাল যোগ দেয়ার সৌভাগ্য হয়েছে এখানে, মানে মানে সচলায়তন-এ ।
ক্ষমা প্রার্থনা করবো - আমার কাছে কেউ লেখা প্রত্যাশা করবেন না। সচলায়তন এর জন্ম হলো - কিছুই দেবার ছিল না এই শুভক্ষণে। সবার লেখাও ঠিকমতো পড়া হয়নি।

আমি এমনিতেই বেশ অপরাধবোধে ভুগি খুব তুচ্ছ ব্যাপারে, অপরাধবোধ এর লিস্টিতে আরেকটা এন্ট্রি বেড়েছে।
তাই ক্ষমা প্রার্থনা করি।

---------
সচলায়তনে প্রকাশিত ডিসক্লেইমার থেকে

২টি মন্তব্য:

শামীম বলেছেন...

গাইতে গাইতে গায়েন হলে, লিখতে লিখতে লেখক হওয়ার কথা।..

তবে শুধু শুধুই অলেখকের হতাশা কেন?

Rezwan বলেছেন...

বিনয় আমাদের সংস্কৃতিরই অংগ। সেটা মাথায় নিয়েই আপনার লেখাটি পড়লাম। কৃতিমানরা সাধারনতঃ বিনয়ী হয়।

খসড়াই হোক আর ঘষামাজাই হোক আপনার লেখা আমার ভাল লাগে। আপনার ব্লগ আমি বেশ আগ থেকেই পড়ি। যুগের বিবর্তনে আর এস এস ফিডের মাধ্যমে। এ বেশ লুকিয়ে পড়া। ব্লগে এসে ছাপ রেথে যাওয়া হয়না। মন্তব্য করা হয় না।

তবে সচলায়তনে নিশ্চয়ই এমনটি হবে না। পরবর্তী মোলাকাতের প্রত্যাশায়।