শনিবার, জুন ০৯, ২০০৭

ঘরে ফেরার গান

ওপারে মেঘলা পৃথিবী, এপারে বিক্ষিপ্ত মন আর ক্লান্ত দেহ।
যান্ত্রিক শবের সাথে মাখামাখি।
মুঠোফোনের চিৎকারে যে দিনের শুরু হয়, তার শেষ বলে কিছু থাকেনা। পুরোটাই প্রবাহের মতো।
শুরুটা-শেষটা বোঝার উপায় নেই ।
ছুটতে ছুটতে হারিয়ে ফেলি নিজের শেকড়।

মাঝে মাঝে ভাবতে বসি আকাশ-পাতাল, ছাইপাশ। পুরো জগতটাই হয়ে ওঠে আমার ভাবনা-ঘর।
নিজেরেই শুধাই,
"আমার আমি, আর কতো?"
উত্তর পাই না ।
আসলে, উত্তর থাকেনা এসবের।

"উত্তর থাকতে হয় না" - বেশি বেশি সত্যবান হলে এমনটাই বলা উচিত।
তবুউউউ.. ঘরে ফিরতে মন চায়।
ঘরে।

---------------
ঘরে ফেরার গান, মহিনের ঘোড়াগুলি
গানের কথা - (কৃতজ্ঞতা :: হযু দা )

৩টি মন্তব্য:

শামীম বলেছেন...

কী খবর, আছেন কেমন?

আপনার এই বাংলা টেমপ্লেটটা আমার ব্রাউজারে (মোজিলা ফায়ারফক্স, উবুন্টু-লিনাক্স মেশিনে) ঠিকমত দেখায় না। বেশ কয়েকটা জায়গায় চারকোনা বাক্সের মত দেখায়। আমিও কিছুদিন আগে মাহবুব মুর্শেদের টেম্পপ্লেট ব্যবহার করে একই সমস্যায় পড়েছিলাম। যা হোক উনাকে জানিয়েছি। হয়তো সমাধান পাওয়া যাবে অচিরেই।

ভাল থাকবেন।

সৌরভ বলেছেন...

মিমোহু/শামীম,

ভাল আছেন আশা করছি।
এই সমস্যাটা জানি। ইংরেজি বা অ্যাসকি কারেক্টার গুলো ব্লক-ব্লক দেখায়।
তবে সমাধান জানিনা।

শামীম বলেছেন...

টেম্পপ্লেটটার আকর্ষনীয় হ্যাকিং হচ্ছে সংখ্যা এবং বারগুলো সব বাংলায় পরিবর্তনের জন্য ফাংশন।

এখনকার নতুন এক্স.এম.এল. টেম্পপ্লেট ব্যবহার করে বাংলা ঠিক দেখাচ্ছে আমারটাতে কিন্তু সংখ্যা/সপ্তাহের দিনগুলোর নাম তো ইংরেজি।