সোমবার, মে ২৮, ২০০৭

আত্মহনন, নাটকের বাবরীয়-জলিলীয় অধ্যায় এবং পুঁজিবাদী স্মৃতিশক্তি

মে ২৮ ২০০৭, টোকিও
খবর:
জাপানী মন্ত্রী নিজেকে শেষ করলেন।
--------
কৃষি মন্ত্রকের দায়িত্বে থাকা মন্ত্রীটি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন। নিজেকে মুছে ফেলার সিদ্ধান্ত।
আত্মহননের সিদ্ধান্ত।
নিজের বেঁচে থাকা সমাজকাঠামোটাই এমন - নিজেকে মুছে ফেলাটা অনেক কলংক থেকে রেহাই দেয়। তাই বেছে নিলেন এই শেষ পথ।
আইনী বাধ্যবাধকতা আছে, আছে মিডিয়ার নোংরা টানা-হেঁচড়া।
বয়স তো আর কম হলো না। এবার ঘুমানো যায়।

এমন পরিণতি হবে - বিরোধীরাও ভাবে নি। মাতসুওকা তোশিকাতসু শেষ চিঠি লিখেছেন ছয়টা। নিজের মন্ত্রকের জন্যে, প্রধানমন্ত্রীর জন্যে ।
দেশের মানুষের জন্যেও আছে একটা ।
হয়তোবা থাকবে অপরাধের স্বীকার এবং ক্ষমা প্রার্থনা ।
হ্যাঁ, দেশবাসী তাঁকে আর মনে রাখবে না ।
পুঁজিবাদী সভ্যতায় জনমানুষের আলাদা কোন স্মৃতিশক্তি থাকে না - মিডিয়ার স্মৃতিই মানুষ ধার নেয়।
তাই।
----------------
মে ২৮ ২০০৭, ঢাকা

আটক হয়েছেন আওয়ামি লীগ এর সাধারণ সম্পাদক আবদুল জলিল এবং বিএনপি নেতা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লুতফুজ্জামান বাবর।
প্রথম জনকে দুষ্টজনেরা "মিথ্যেবাদী রাখাল বালক" বলে থাকেন তাঁর বিখ্যাত "৩০শে এপ্রিল চমক" এর জন্যে, দ্বিতীয় জন আমাদের মিডিয়ার নিয়মিত মুখ - যার কৌতুক আমাদের নিয়মিত আনন্দ দান করতো - জাতির দুঃসময়ে যিনি শত্রুর খোঁজে গর্ত "ডিগ" করতে বের হতেন।

অকর্মণ্য বিরোধী দলের সাধারণ সম্পাদক বর্ষীয়ান মানুষটির কাছে অনেক প্রত্যাশা করা হলে তিনি তাঁর নেত্রীর মতোই হতাশ করতেন ।
বাবর সাহেবের কাছে অবশ্য কোন প্রত্যাশা ছিল না কোনকালে।
চোরাকারবারি, মাফিয়া গডফাদার যখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসে - তখন বুঝতে হয় - রাষ্ট্রের শাসনে আছেন বুদ্ধিহীন মানুষ, ভাই-ছেলে সহ দেশ ভাগাভাগি করে ফেলা রাণীর সুযোগ্য বরকন্দাজগণ।

জেনারেলগণ আর কতো নাটক দেখাবেন - আমরা জানি না ।
তবে, নাটকের নতুন অধ্যায়ের শুরু - এটা বলতে পারি। বাবর-জলিল রা ছাড়া পেয়ে যাবেন - আজ হোক আর কাল - আমাদের রাজনৈতিক ইতিহাস এমনটাই বলে।

দেখা যাবে - তাঁরা আবার নির্বাচন করবেন। আমি-আপনি তাঁকে, তাঁদেরকে ভোট দেবো ।
আর মিডিয়া তো এখন স্মৃতিশক্তিহীন পোষ মানানো ঘোড়া।
৫/১০ বছর পর তারাও ভূলবে এইসব।
আমরাও ।

তারপরও ব্যক্তিগত জীবনে নানান বিতিকিচ্ছিরি র মাঝেও আমার অপটিমিস্টিক হতে ইচ্ছে করে।
স্মৃতি ভোলার সেই দিন যেন আসতে দেরি হয় - ইচ্ছে করে সেই প্রত্যাশা করতে ।

কোন মন্তব্য নেই: