বৃহস্পতিবার, মে ২৪, ২০০৭

এইসব দিনরাত্রি -১

দুঃখের পাজলগুলো খুব কঠিন - লিনিয়ার-টাইম সল্যুশন আছে কি না - এই নিয়ে সন্দেহটা দানা বাঁধে এবং তার সাথে একটা বড় ধরনের তর্কের পর বুঝতে পারি, আমি আসলে অংকে কাঁচা আর তর্কে ফাটা বেলুন ।
আমি একটা ছিচকাঁদুনে - এইটা শোনার পর আরেক মহাজন আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে অদ্ভূত একটা ভঙি করে ।

আজ সক্কালে হামের ভ্যাকসিন দেওয়ার পর হাত বাঁকা করে ১৫ মিনিট বসে থাকার সময় দেখি - পাশে বসা তরুণী ভ্যাটভ্যাটে চোখে আমার দিকে একটা অদ্ভূত ভঙিতে তাকিয়ে থেকে অনেক ক্ষণ পর বলে - সাত আর পাঁচে যেন কত হয় ?

আমি একটা শ্রাগ কইরা বলি - দুঃখের পাজলের লিনিয়ার-টাইম সল্যুশন থাকার কথা না তো।

কোন মন্তব্য নেই: