শুক্রবার, মে ১১, ২০০৭

ক্ষুব্ধ, আতংকিত ও আশাহত ! এ সময় আমাদের নয় ।


খবরটা শুনে ক্ষুব্ধ হলাম, হলাম আতংকিত ও আশাহত ।

তাসনিম মানে, তাসনিম খলিল - বলিষ্ঠ কণ্ঠস্বর; সাম্রাজ্যবাদ, দুর্নীতি কিংবা রাষ্ট্রের অপশাসন এর বিরুদ্ধে সোচ্চার বন্ধুসম ও শ্রদ্ধাভাজন মানুষটি ।
অর্কুটেও এই একই ছবি তার প্রোফাইলে, তার নিজের জার্নালেও তাই ।
আলো-আধাঁরির মাঝ থেকে উঁকি দেয়া সবলচেতা মানুষটি কখনো মধুপুর নিয়ে আবেগাপ্লুত রিপোর্ট করেন, ভাগ্যাহত মান্দি জনগোষ্ঠীর প্রতিনিধি হয়ে যান মূহুর্তেই ।
অন্তত আমার মতো মুগ্ধ পাঠকদের কাছে।

রাষ্ট্রীয় বিমানসেনা কর্তৃপক্ষ, কর্পোরেট হায়েনা, বনরক্ষার দায়িত্বে থাকা অকর্মা বিভাগ - কারো রক্তচক্ষুর তোয়াক্কা না করে বাস্তব মান্দি মানুষগুলোর ছবি আঁকেন ডিজিটাল অক্ষরে।


সাম্প্রতিক সময়ে, জলপাই কুত্তাগুলো কীভাবে দেশটাকে রাজনীতিবিদ দের কাছ থেকে উদ্ধার করে ধীরে ধীরে নিজেদের সম্পত্তি বানানোর চেষ্টা করছে খোলাখুলি এসেছে তাঁর একেকটা অনুসন্ধানী লেখায়
বিচারবহির্ভূত হত্যা নিয়ে তিনি প্রতিবাদ করেছেন নির্ভয়ে।


একদল নষ্টের ক্ষপ্পর থেকে মুক্তি পাওয়া রাষ্ট্র যখন আরেকদল নষ্টের অধিকারে যাওয়ার পথে, তখন অন্যদের মাঝে তিনি ব্যতিক্রম, প্রতিবাদ করে গেছেন অবিরত ।

চিন্তাজাগানিয়া সব শব্দমালা "অসহায় ও নানারকম জুজু র ভয়ে ভীত" আমাদেরকে সাহসী হওয়ার পথ দেখায় ।
মাঝেমধ্যে তাঁর করা রিপোর্ট গুলো প্রকাশ হলে মেইল পেতাম।
কিন্তু কখনো ভাবিনি, তাঁর এরকম বিপদ হবে।

এ কোন্ সময়?
এ সময় আমাদের নয়।
এ সময় রাবণের অথবা রাক্ষসের ।
আশা করবো, তাসনিম মুক্তি পাবেন শীগগিরই, কোন রকম শর্ত ছাড়াই ।
সাম্রাজ্যবাদ, জলপাইবাদ নিপাত যাক ।
রাষ্ট্র মুক্তি পাক নষ্টদের হাত থেকে ।



-------------
লিংক (আপডেট হচ্ছে নিয়মিত)
-------------
সবশেষ আপডেট:
তাসনিম খলিল কে আটকের ২৪ ঘন্টা পর, (এই পোস্ট প্রকাশের ১৪ ঘন্টা পর) তাঁকে মুক্তি দেয়া হয়েছে ।
তাসনিম এর জন্যে জনমত তৈরির যে প্রচেষ্টা শুরু হয়েছিল , তা পরিণত হোক বাক-স্বাধীনতার জন্যে নতুন যুদ্ধে ।

1 টি মন্তব্য:

নামহীন বলেছেন...

bangladesh-rule-of-the-peeping-generals

Did not got the file. Can you give me a valid link. I will be grateful. Thanks.

masud.cool@gmail.com