পাগলামি করে কড়া কালো কফি গিলি কয়েক মগ ।
মাঝে মধ্যে পরিপাকযন্ত্রটা বিট্রে করে বসে, ভাবি বসে, কে দেয় পাত্তা কারে এই ভবে ?
সারাদিনে কত্তো কাজ, হাতি-ঘোড়া মারা, কতো কী ...
কোনটাই হয় না ঠিকমতো ।
সন্ধে গড়িয়ে অন্ধকার নামে ।
নিজেরে শুধোই, "হিসেব যে মেলে না মাঝি, আর কতো পারাপার করবা, " । জীবন দেয় না পাত্তা মোরে , আর আমি খুলে বসে থাকি হিসেবের খাতা ।
তারে শুধিয়েছিলুম " ভালো যদি বাসো গো সখী ..
দূর, কীসের মধ্যে কী? পান্তা ভাতে ঘি .. কোথায় পড়েছিলুম যেন -
নিজেরে শুধোই, "হিসেব যে মেলে না মাঝি, আর কতো পারাপার করবা, " । জীবন দেয় না পাত্তা মোরে , আর আমি খুলে বসে থাকি হিসেবের খাতা ।
তারে শুধিয়েছিলুম " ভালো যদি বাসো গো সখী ..
দূর, কীসের মধ্যে কী? পান্তা ভাতে ঘি .. কোথায় পড়েছিলুম যেন -
"একজনে আইয়া কইল, অ বুড়ি, তোমার বুড়া মরসে । বুড়ি কয় -
- কী কয় ? বুড়ি কী কয় ?
- বুড়ি কয় -
বুড়ায় মরসে ভাল হইসে
দুইখান ক্যাঁথা আমার হইসে ।।
"
বাস্তব ওইরকমই ।
------------------
পোড়া মন আর অগোছালো আত্মঅস্তিত্বে রবিবুড়োটাকে আকঁড়ে থাকি ।
শুনি .. এই দীনতা ক্ষমা করো প্রভু, পিছন-পানে তাকাই যদি কভু ।
সেই রক্ষা ।
সেই সই ।
------------------
পোড়া মন আর অগোছালো আত্মঅস্তিত্বে রবিবুড়োটাকে আকঁড়ে থাকি ।
শুনি .. এই দীনতা ক্ষমা করো প্রভু, পিছন-পানে তাকাই যদি কভু ।
সেই রক্ষা ।
সেই সই ।
---------------
"ক্লান্তি আমার ক্ষমা করো প্রভূ"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন