মঙ্গলবার, এপ্রিল ১০, ২০০৭

অন্য কোন আমি র সন্ধানে

অনেকদিন কোন পোস্ট করি না ।
বিশেষ কোন কারণ নাই - ব্যস্ততা, শরীরযন্ত্রের বিট্রে করে বসা আর কী নিয়ে লেখা যায় - সেই প্রশ্নের উত্তর খুঁজে না পাওয়া ।
আরেকটা এপ্রিল -
জটিল হয়ে যাচ্ছে সবকিছু -
জটিল এর থেকে কমপ্লিকেটেড শব্দটা বোধহয় মানানসই ।

যাকগে ব্যক্তিগত জীবনের কাব্য - ইহা পড়িয়া কাহারও ইহকাল-পরকালের এমন কোন পরিবর্তন হইবে না - কাজেই - ফুলস্টপ ..

তবে লিখবো,

ব্লগে কিছু যান্ত্রিক পরিবর্তন আসলেও আসতে পারে -
সেই জন্যে আগেভাগেই ক্ষমা প্রার্থনা ।

-------
সাবটাইটেলে..
এই আমি যদি জেগে উঠি অন্য কোন সময়ে অথবা অন্য কোন পৃথিবীতে ,তবে কি পারতাম আমি অন্য একজন হয়ে উঠতে ?
এই ভাবকাব্যটুকুর জন্যে রাবাব এর কাছে কৃতজ্ঞতা ।
থ্যাংকু .. রাবাব !

-------
ছবিটা অন্য কারও তোলা, আমার নয় ।
কৃতজ্ঞতা তার কাছেও ।

1 টি মন্তব্য:

দাশু বলেছেন...

ছবি কি তোমার নিজের তোলা? ভাল লেগেছে চেরী ফুলের ছবিগুলো। আমি আমার ব্লগের ব্যাকগ্রাউন্ডে নিজের পছন্দমত ছবি ব্যবহার করতে চাই, কি করি বলোতো?

চৈত্র সংক্রান্তির শুভকামনা।