শনিবার, মার্চ ৩১, ২০০৭

এখানে তার থাকার কথা ছিল

এখানে তার থাকার কথা ছিল, খুব স্বাভাবিক বাস্তবতার মত ।

বেলা অনেক গড়িয়ে যাওয়ার পর খেয়াল হলো, সে নেই ।
লম্বা ছায়াটা আছে শুধু - খুব বেশি ঘন আর গাঢ় - কিন্তু কেমন যেন মায়াবী ।

দীর্ঘ পথে বহুবার থেমে গেছি ।
টুকরো ক্লান্তিদের ঢেকে দিয়েছি ব্যস্ততা দিয়ে ।
সারাটা সময় অসহায় আকুলতা নিয়ে ,
খুঁজে ফিরেছি ছায়ার পেছনের অস্তিত্ব, মায়া অথবা অন্যকিছু ।
অথবা ভালবাসা ।
বারবার ডেকেছে আকাশী নীলের জলভরা নদী কিংবা
প্রায়-সন্ধের সিঁদুর-লাল আকাশটা নিজেই ।
সবকিছুকে অগ্রাহ্য করে -
যান্ত্রিক ও নস্টালজিক ঈশ্বরের দোহাই দিয়ে
আটকে রেখেছি শেকলে -
নিজেকে ।

এইখানে থাকার কথা ছিল সেই ছবিটা, যেটা ছুঁয়ে দেখতে চেয়েছিলাম ।
খুব স্বাভাবিক ভাবেই - কোন সংকোচ ছাড়াই ।
দিনের আলো ফিকে হয়ে আসার পর বুঝতে পারলাম
মুছে গেছে জল-রং অথবা শান্ত-নীবিড় পট পুরোটাই ।

কেবল রয়ে গেছি আমি, ভূগোল-দূরত্বের টানাপোড়েন,
অথবা নিজস্ব সীমাবদ্ধতা ;
আর আমার পুড়ে যাওয়া আমিত্ব ।

-----
ডিসক্লেইমার : এটিকে কবিতা বলে ভুল করে বসার কোন কারণ নেই
মার্চ ৩১, ২০০৭
নির্বাসন

চেরি ফুল এর ছবি কৃতজ্ঞতা : ফ্লিকার

1 টি মন্তব্য:

নামহীন বলেছেন...

Evabe lekho keno? Tomar kosto ta onno karo moddhe choriye jai je...