মঙ্গলবার, মার্চ ১৩, ২০০৭

দয়াল তোমার আসল নামটা কী ..

বন্ধ্যা সময় কাটাই।
মেশিন চলে - কোন আউটপুট নাই।
খাই-দাই আর ঘুমাই । অর্থহীন সব।
জীবনের মটো - সে তো কবে গ্যাছে !

গান শুনি ..

জানিতে চাই, দয়াল তোমার আসল নামটা কী ..



----
গানের জন্যে কৃতজ্ঞতা :
হাসান মোরশেদ, কৈশোরেও যার লেখা পড়ে মুগ্ধ হয়েছি। আজও অবাক হয়ে পড়ি।
হাসান মোরশেদ এর এসনিপস কালেকশন থেকে গানটা নেয়া ।

কোন মন্তব্য নেই: