প্রেস এর জন্যে নতুন জারি করা নীতিমালায় ভীত বাঁধ ভাঙার আওয়াজ এর কর্তৃপক্ষ প্রথম পাতা হঠাৎ নাই করে দিয়েছে ।
অনেকক্ষণ ধরে নীতিমালাগুলো পড়লাম - সামহোয়্যার-ইন কে দোষ দিই না এ প্রথম পাতা সংকুচিত করার জন্যে।
কিন্তু সুতীব্র প্রতিবাদ জানাই প্রেস এর গলা টিপে ধরার এ কালো সিদ্ধান্তের প্রতি ।
আমাদের গলা টিপে ধরা হয়েছে ।
আমাদের উচ্ছেদ করুন, হাত-পা বেঁধে ফেলুন ।
কিন্তু ঠগ বাছতে গিয়ে গাঁ উজাড় করে ফেলবেন না ।
নিরপেক্ষতা করতে গিয়ে মানবিকতা হারাবেন না ।
জলপাই বাহিনী দিয়ে বিশৃঙ্খলা দূর করা যায়, মানবিকতা প্রতিষ্ঠা করা যায় না ।
আমার কথা বলার অধিকার আমার, আপনারা এর নিয়ন্ত্রন করার কে বা কারা ?
সুতীব্র প্রতিবাদ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন