নাক গলানো পাঠকদের প্রতি অনুরোধ - এ প্রলাপগুলো শূন্যতার উদ্দেশ্যে লেখা - কোন হোমো স্যাপিয়েন্স এর পাঠ্য নয় ।
- মে, ৯৮
আসিফেরা আজ সকালে চলে গেল । ছেলেটা বড় অদ্ভূত ।
- জুলাই ২৪, ৯৮
মানুষ এত কূটিল আর বদ মানসিকতার হতে পারে - ভাবা যায় না ।
- জুলাই ২৫, ৯৮
গতকাল রেজাল্ট বের হওয়ার কথা ছিল - কিন্তু হয়নি - রোববার হতে পারে ।
- জুলাই ৩১, ৯৮
কী করবো ভেবে উঠতে পারছি না ।
- আগস্ট ২০, ৯৮
শরীর ভীষণ দুর্বল - খারাপ লাগছে সবকিছু ।
- সেপ্টেম্বর ১৪, ৯৮
মাঝে মধ্যে ভাবি - কানের বা মস্তিষ্কে যদি সুইচ থাকতো । ইচ্ছেমত বন্ধ করে রাখতাম । এই কথাগুলো শুনতে হতো না তাহলে ।
- অক্টোবর ০১, ৯৮
"কলেজে তুমিই একমাত্র ছাত্র, যে অহংকার করে ক্লাসে আসো নাই" - যোবদুল হকের সতর্কবাণী ।
- এপ্রিল ২৫, ৯৯
সব কেমন বিচ্ছিন্ন লাগছে । গলায় প্রচন্ড ব্যথা - কথা বলতে পারছি না ।
- মে , ৯৯
পরীক্ষাটা শেষ হলো । হানিফ মিয়া - তুই একটা রাজাকার ।
- জুন ২৮, ৯৯
স্ট্যান্ড করলেই মাথা কিনে নেয়া যায় নাকি ? ফিজিক্স বাদে সব পরীক্ষায় ফেল করবো ।
- জুলাই ০১, ৯৯
মোসলেমউদ্দিন স্যার কে মনে পড়তেছে ।
- জুলাই ০৬, ৯৯
আজকের দিনটায় তেমন বিশেষ কিছু ঘটে নাই । কিন্তু চারপাশে যা ঘটছে এবং আগামীতে যা ঘটবে - তার কোন কিছুই আমার নিয়ন্ত্রণে থাকবেনা- আমি জানি ।
- জুলাই ২৭, ৯৯
জীববিজ্ঞান পড়তে হবে । কালকে পরীক্ষা আছে ।
- আগস্ট ১৯, ৯৯
আজকে মকসুদুল স্যার আমাকে ৭ম বারের মতো নাম জিজ্ঞেস করেছে । লোকটা পাগল ।
- সেপ্টেম্বর ২০, ৯৯
আজকের তারিখটা ক্যালেন্ডার দেখে লিখতে হলো । তার মানে দিন বা তারিখ মনে রাখছি না । কাল দেশদরদী বিএনপি র হরতাল । ভালই হলো - কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল লিখতে হলো না । বাইরে বৃষ্টি হচ্ছে । ভীষণ ।
- সেপ্টেম্বর ২৫, ৯৯
------------------------------------
নোট :
এবারে দেশে গিয়ে একটা পুরনো ডায়রি খুঁজে পেলাম । বিব্রত হওয়ার মতো নয় এরকম কিছু অংশ নিয়ে এই পোস্ট ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন