বুধবার, জানুয়ারী ২৪, ২০০৭
"পৃথিবীটা নাকি ছোট "
পৃথিবীটা নাকি ছোট - মহীনের ঘোড়াগুলি
---------------------------------------
দিশেহারা আমার মন - মহীনের ঘোড়াগুলি
---------------------------------------
প্রায় নিয়মিত শোনা এই গান দুটো আমার খুব প্রিয় একজন বন্ধু এবং তার সবচেয়ে প্রিয় মানুষ এর জন্যে পোস্ট হিসেবে তুলে দিলাম।
উল্টো করে বললে , চামেলি হাতে নিম্নমানের মানুষ ও তার রাজকন্যা র জন্যে এ শ্রদ্ধাঞ্জলি।
ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা -জীবনের এই যাত্রাপথে, অসাধারণ মানবিক সৌন্দর্য ও আলোয় ভরা এই দুজনের এত কাছাকাছি আসার সুযোগ পেয়েছি - সেই জন্যে।
ভালো থাকুন দুজনই - সবসময় ।
----------------------------
ডিসক্লেইমার : প্রায় দু দশকের পুরনো এ গান দুটোর কপিরাইট সংক্রান্ত খুঁটিনাটি আমার জানা নেই । তবে ব্যক্তিগত অথবা সীমিত ব্যবহারের মাধ্যমে এ সংক্রান্ত ব্যাপার-স্যাপার আংশিক মেনে চলার চেষ্টা করেছি ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন