
একটা বিতিকিচ্ছিরি অন্ধকার মাখা সময় কাটালাম ।
খুব ব্যক্তিগত ব্যাপার-স্যাপার এখানে লেখাটা অর্থহীন - জানি, তবুও একটা সালতামামি করতে ইচ্ছে করছে ।
বছরটা শুরু শারীরিক কষ্টের সাথে যুদ্ধ দিয়ে (শেষ হয়নি যদিও ব্যথা মাখানো এ রাহু ) ।
হুমম, যুদ্ধটা একার ছিলো - কারও কাছে হাত বাড়াইনি সাহায্যের প্রত্যাশায় ।
কাউকে বিরক্ত করতে ইচ্ছে করে নি - ছন্দ ভেঙে গেলে ফিরে আসা কঠিন এবং অহেতুক ব্যস্ত এই জীবনযাত্রায় কাউকে নিজের যুদ্ধে টানার মত সুযোগ ছিল না বলে । আর প্রিয়জন - দূরত্বের ব্যবধানে তাদের দর্শক হওয়া ছাড়া কিছু করার ছিল না বলে - জানানো হয়নি কাউকে ।
আর সময়টাই এরকম বোধহয় ।
চেতনানাশক দেয়ার আগে কী ভেবেছিলাম - পরিষ্কার মনে নেই - তবে হ্যা, প্রথমবারের মত কাউকে প্রত্যাশা করেছিলাম বোধহয় পাশে ।
আর ছয় ঘন্টা পর যখন ঘুম ভাঙে - তখন নিজের শারীরিক নিয়ন্ত্রণ ব্যাপারটাকে পেশা হিসেবে নেয়া অজানা সব মানুষের হাতে ।
৬ মাস আগের স্মৃতি খুঁড়তে ইচ্ছে করছে না ।
আর্থিক জটিলতায় যে পড়িনি তাও নয় - সেজন্যে কৃতজ্ঞতা একজন সুহৃদ ও আরেকজন অনুজের প্রতি ।
দেশে যাবোনা, যাবোনা করেও হঠাৎ সিদ্ধান্তে এ বছরেও গরমের একটা অংশ কেটেছে বাড়িতে - তবে হাতে গোনা ১৪ দিনের জন্যে - স্মৃতিটা তাই ভীষণ হালকা ।
তবে বদলে যায় সবকিছু - এক বছরে হলেও - আর স্মৃতিরা বিলীন হতে থাকে স্বল্পসময়ে পুনরুদ্ধার অযোগ্য আর্কাইভড্ সেলে । অস্বীকার করবো না - তাই প্রতিনিয়তই বুড়ো হই - মনের এক কোনে জমে থাকা দেশের জন্যে, মায়ের জন্যে রিনরিনে ব্যথাটুকু মলিন হতে থাকে ।
বছরটা শুরু শারীরিক কষ্টের সাথে যুদ্ধ দিয়ে (শেষ হয়নি যদিও ব্যথা মাখানো এ রাহু ) ।
হুমম, যুদ্ধটা একার ছিলো - কারও কাছে হাত বাড়াইনি সাহায্যের প্রত্যাশায় ।
কাউকে বিরক্ত করতে ইচ্ছে করে নি - ছন্দ ভেঙে গেলে ফিরে আসা কঠিন এবং অহেতুক ব্যস্ত এই জীবনযাত্রায় কাউকে নিজের যুদ্ধে টানার মত সুযোগ ছিল না বলে । আর প্রিয়জন - দূরত্বের ব্যবধানে তাদের দর্শক হওয়া ছাড়া কিছু করার ছিল না বলে - জানানো হয়নি কাউকে ।
আর সময়টাই এরকম বোধহয় ।
চেতনানাশক দেয়ার আগে কী ভেবেছিলাম - পরিষ্কার মনে নেই - তবে হ্যা, প্রথমবারের মত কাউকে প্রত্যাশা করেছিলাম বোধহয় পাশে ।
আর ছয় ঘন্টা পর যখন ঘুম ভাঙে - তখন নিজের শারীরিক নিয়ন্ত্রণ ব্যাপারটাকে পেশা হিসেবে নেয়া অজানা সব মানুষের হাতে ।
৬ মাস আগের স্মৃতি খুঁড়তে ইচ্ছে করছে না ।
আর্থিক জটিলতায় যে পড়িনি তাও নয় - সেজন্যে কৃতজ্ঞতা একজন সুহৃদ ও আরেকজন অনুজের প্রতি ।
দেশে যাবোনা, যাবোনা করেও হঠাৎ সিদ্ধান্তে এ বছরেও গরমের একটা অংশ কেটেছে বাড়িতে - তবে হাতে গোনা ১৪ দিনের জন্যে - স্মৃতিটা তাই ভীষণ হালকা ।
তবে বদলে যায় সবকিছু - এক বছরে হলেও - আর স্মৃতিরা বিলীন হতে থাকে স্বল্পসময়ে পুনরুদ্ধার অযোগ্য আর্কাইভড্ সেলে । অস্বীকার করবো না - তাই প্রতিনিয়তই বুড়ো হই - মনের এক কোনে জমে থাকা দেশের জন্যে, মায়ের জন্যে রিনরিনে ব্যথাটুকু মলিন হতে থাকে ।
বছরের শেষের অংশে ব্যস্ততা, না ভুল - স্ট্রেস এর কাছে প্রায় পরাজয়ের শিকার হয়ে যাই - ভেঙে পড়ি অনেকটা - নিজের সীমাবদ্ধতা সম্পর্কে নতুন করে জেনে ফেলি ।

তবুও সবকিছুর মাঝেও ভালো কিছু যে ঘটেনি তাও নয় - রহস্যময় ও সারাক্ষণ দ্বিধায় থাকা ভালো লাগা বন্ধুটির আবার দেখা পাওয়া।
২০০৭ এ অনেকগুলো রিজোল্যুশন আছে - অনেক অনিশ্চয়তার মাঝেও - যেমন, কিছু সার্টিফিকেশন পরীক্ষা দেয়া কিংবা ড্রাইভিং শেখা, আরও আছে নিজের ঘরকুনো স্বভাবটা বদলানো - হতাশাবাদীর লেবেল গা থেকে খসানো, আর প্রচুর ঘুমানো ।
জানিনা কতটুকু ভাল যাবে সবকিছু ।
প্রার্থনা করা ছাড়া আর কী ই বা করতে পারি ?
নতুন সময়ের অপেক্ষায় .......
-----
২টি মন্তব্য:
প্রার্থনা করছি নতুন বছরটা অসাধারণ যায় যেন।
ধন্যবাদ ।
সবার ভালো যাক আরেকটা সৌরবর্ষ ।
একটি মন্তব্য পোস্ট করুন