শনিবার, জানুয়ারী ২৭, ২০০৭

সুতীব্র প্রতিবাদ জানাচ্ছি

ই মাঝরাতে পোস্ট করতে হবে চিন্তা করি নি ।
প্রেস এর জন্যে নতুন জারি করা নীতিমালায় ভীত বাঁধ ভাঙার আওয়াজ এর কর্তৃপক্ষ প্রথম পাতা হঠাৎ নাই করে দিয়েছে ।
অনেকক্ষণ ধরে
নীতিমালাগুলো পড়লাম - সামহোয়্যার-ইন কে দোষ দিই না এ প্রথম পাতা সংকুচিত করার জন্যে।

কিন্তু সুতীব্র প্রতিবাদ জানাই প্রেস এর গলা টিপে ধরার এ কালো সিদ্ধান্তের প্রতি ।
আমাদের গলা টিপে ধরা হয়েছে ।
আমাদের
উচ্ছেদ করুন, হাত-পা বেঁধে ফেলুন ।
কিন্তু ঠগ বাছতে গিয়ে গাঁ উজাড় করে ফেলবেন না ।
নিরপেক্ষতা করতে গিয়ে
মানবিকতা হারাবেন না

জলপাই বাহিনী দিয়ে বিশৃঙ্খলা দূর করা যায়, মানবিকতা প্রতিষ্ঠা করা যায় না ।
আমার কথা বলার অধিকার আমার, আপনারা এর নিয়ন্ত্রন করার কে বা কারা ?
সুতীব্র প্রতিবাদ ।

প্রলাপ - ১

কাল রাতে এইখানে বসেছিলাম ।
আজও বসে আছি ।
ঠান্ডা লাগতেছে ।
অবশ্য লেগে আছে - কয়েকদিন ধরে - এর থেকে বেশি আর ঠান্ডা লাগার কথাও নয় ।

আনমনে তারই ছবি একেঁছি , তার স্বপ্নের স্রোতে ভেসেছি ...তার চোখে আকাশকে দেখেছি ...
কালকের মতো আজো এই গানটা শুনি - একই সুর ।
মাঝেমধ্যে বিরক্তি আসে না তাও নয় ।
দূর, এইটা অপটিমিস্টিক গান হয়ে গেল ।
এখন বাজে, হিথাক তোকে ইক্কিবারে মানাইছে না রে

কাল রাতে একটা স্বপ্ন দেখেছিলাম, একটা ল্যাম্পপোস্ট এর উপরে বসে আছি - ওপারের ল্যাম্পপোস্টে একটা কাক - মুখ ভ্যাংচায় - নিচে দেখি - ইম এসে হাজির । ইম আসলো কোথথেকে - মাথায় আসে না । ইম আমাকে ল্যাম্পপোস্ট থেকে নেমে আসতে বলে ।

শেষ কবে ইম এর সাথে দেখা হয়েছিলো - মনে পড়ে - ফার্মগেটে বোধহয়, সাত বছর আগে । কয়েকদিন আগে হঠাৎ একটা মেইল এসেছিলো - নোবেল এর দেশে এখন - বেশ সুখী সুখী ভাব এর একটা স্বাস্থ্যবান ছবিও ছিল মেইলে - বউ সহ । ইম এর সাথে একটা অন্যরকম বন্ধুত্ব ছিলো - অন্যরকম ।

বেশ ভালো ব্যাপার-স্যাপার - ইদানিং বেশ সামাজিক হয়ে যাচ্ছি - সবার সাথে যোগাযোগ হয় । সচিত্র মেইল আসে - পাহাড়ে, সাগরে বেড়ানোর ছবি, স্কি করতে যাওয়ার ছবি, জন্মদিনে কেক কাটা- কত কিছু ।
ধনতান্ত্রিক হয়ে যায় চারপাশের বাতাস ।
অবশ্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে । গুনগুন করে গাই - তু লাল পাহাড়ী দেশে যা, ইথাক তোকে মানাইছে না রে

স্বপ্নের মাথামুন্ডু খুঁজতে গিয়ে লেজ নিয়ে টানাটানি । ইম না হয়ে ক্রস কানেকশনে ঢুকে পড়েছে - ওকে না হয় মাফ করে দেয়া যায় ।
কিন্তু কাক টা মুখ ভ্যাংচায় কেনো ? যাইহোক, এইখানে বসে না থেকে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেই ।

ফিরতি পথে keep out লেখা বর্ডার দিয়ে ঘেরা রোজকার পথ, একটা পচা দুর্গন্ধ নাকে এসে লাগে - ধনতান্ত্রিক বাতাসের সাথে একটা বোঁটকা গন্ধ মিশে যায় । কোন এক একা জীবনের বুড়ো মরে প্রায়-ভূত হয়ে পড়েছিলো - গন্ধ শোঁকা রাস্তার পথচারিদের কেউ বোধহয় খবর দিয়েছে মহান আইন শৃঙ্খলার লোকেদের ।
আমার সকালে খাওয়া রাইস বল পেটে মোচড় দেয় - অনেক কষ্টে নিজেকে সামলাই - বুড়ো টার জন্য এক মুহূর্ত ভাবি - না, কোন কষ্ট হয় না । আধুনিক ও ধনতান্ত্রিক পৃথিবীর সমাজে এই ঘটনা কালও ঘটবে -নিউজ হবে - গন্ধ শুঁকে শুঁকে আমাদের বুঝতে হবে - পাশের বাড়ির বুড়ো-বুড়ি টেঁসে গেছে না, আরেকটা বেদনাদায়ক দিন পার করছে - একা অথবা একা নয় ।

আমি মাথার ডানদিক টা চেপে ধরি - না, জ্ঞান হারানোর কোন সম্ভাবনা নাই - ছোটবেলার একটা অদ্ভূত স্মৃতি মনে পড়ে - কোন এক চৈত্রের দুপুরে আমার অগ্রজ কে গোসলখানায় যাওয়ার পথে পিছলে পড়ে জ্ঞান হারাতে দেখেছিলাম - স্মৃতি রা মস্তিষ্কের একটা বড় অংশ দখলে নিয়ে ফেলেছে - কোনভাবে বাড়ি ফেরার পথটা শেষ করি ।
একটা অ্যাম্বুলেন্স পাশ দিয়ে চলে যায় - আজকাল গন্ধ আর অর্থহীন শব্দে আমাদের কত মেসেজ বুঝে নিতে হয় - সব মন খারাপ করা মেসেজ - হ্যাঁ, এতক্ষণে খেয়াল করি - আমার মন খারাপ হয়ে গেছে, ভীষণ খারাপ । অনেক কিছু নিয়ে ।
কী করি ভেবে পাই না ।

----
বৃহস্পতিবার, জানুয়ারি ২৫, ২০০৭
ছবি : Flickr থেকে নেয়া, মূল ছবি
এখানে, কপিরাইট স্টেটমেন্ট: CCL

আনমনে তারই ছবি একেঁছি ... নচিকেতা ..

আনমনে তারই ছবি একেঁছি

শুক্রবার, জানুয়ারী ২৬, ২০০৭

পুরনো খেরোখাতা - ১

নাক গলানো পাঠকদের প্রতি অনুরোধ - এ প্রলাপগুলো শূন্যতার উদ্দেশ্যে লেখা - কোন হোমো স্যাপিয়েন্স এর পাঠ্য নয় ।
- মে, ৯৮

আসিফেরা আজ সকালে চলে গেল । ছেলেটা বড় অদ্ভূত ।
- জুলাই ২৪, ৯৮

মানুষ এত কূটিল আর বদ মানসিকতার হতে পারে - ভাবা যায় না ।
- জুলাই ২৫, ৯৮

গতকাল রেজাল্ট বের হওয়ার কথা ছিল - কিন্তু হয়নি - রোববার হতে পারে ।
- জুলাই ৩১, ৯৮

কী করবো ভেবে উঠতে পারছি না ।
- আগস্ট ২০, ৯৮

শরীর ভীষণ দুর্বল - খারাপ লাগছে সবকিছু ।
- সেপ্টেম্বর ১৪, ৯৮

মাঝে মধ্যে ভাবি - কানের বা মস্তিষ্কে যদি সুইচ থাকতো । ইচ্ছেমত বন্ধ করে রাখতাম । এই কথাগুলো শুনতে হতো না তাহলে ।
- অক্টোবর ০১, ৯৮

"কলেজে তুমিই একমাত্র ছাত্র, যে অহংকার করে ক্লাসে আসো নাই" - যোবদুল হকের সতর্কবাণী ।
- এপ্রিল ২৫, ৯৯

সব কেমন বিচ্ছিন্ন লাগছে । গলায় প্রচন্ড ব্যথা - কথা বলতে পারছি না ।
- মে , ৯৯

পরীক্ষাটা শেষ হলো । হানিফ মিয়া - তুই একটা রাজাকার ।
- জুন ২৮, ৯৯

স্ট্যান্ড করলেই মাথা কিনে নেয়া যায় নাকি ? ফিজিক্স বাদে সব পরীক্ষায় ফেল করবো ।
- জুলাই ০১, ৯৯

মোসলেমউদ্দিন স্যার কে মনে পড়তেছে ।
- জুলাই ০৬, ৯৯

আজকের দিনটায় তেমন বিশেষ কিছু ঘটে নাই । কিন্তু চারপাশে যা ঘটছে এবং আগামীতে যা ঘটবে - তার কোন কিছুই আমার নিয়ন্ত্রণে থাকবেনা- আমি জানি ।
- জুলাই ২৭, ৯৯

জীববিজ্ঞান পড়তে হবে । কালকে পরীক্ষা আছে ।
- আগস্ট ১৯, ৯৯

আজকে মকসুদুল স্যার আমাকে ৭ম বারের মতো নাম জিজ্ঞেস করেছে । লোকটা পাগল ।
- সেপ্টেম্বর ২০, ৯৯

আজকের তারিখটা ক্যালেন্ডার দেখে লিখতে হলো । তার মানে দিন বা তারিখ মনে রাখছি না । কাল দেশদরদী বিএনপি র হরতাল । ভালই হলো - কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল লিখতে হলো না । বাইরে বৃষ্টি হচ্ছে । ভীষণ ।
- সেপ্টেম্বর ২৫, ৯৯


------------------------------------
নোট :
এবারে দেশে গিয়ে একটা পুরনো ডায়রি খুঁজে পেলাম । বিব্রত হওয়ার মতো নয় এরকম কিছু অংশ নিয়ে এই পোস্ট ।

বুধবার, জানুয়ারী ২৪, ২০০৭

"পৃথিবীটা নাকি ছোট "


পৃথিবীটা নাকি ছোট - মহীনের ঘোড়াগুলি
---------------------------------------

দিশেহারা আমার মন - মহীনের ঘোড়াগুলি
---------------------------------------

প্রায় নিয়মিত শোনা এই গান দুটো আমার খুব প্রিয় একজন বন্ধু এবং তার সবচেয়ে প্রিয় মানুষ এর জন্যে পোস্ট হিসেবে তুলে দিলাম।
উল্টো করে বললে ,
চামেলি হাতে নিম্নমানের মানুষ ও তার রাজকন্যা র জন্যে এ শ্রদ্ধাঞ্জলি।

ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা -জীবনের এই যাত্রাপথে, অসাধারণ মানবিক সৌন্দর্য ও আলোয় ভরা এই দুজনের এত কাছাকাছি আসার সুযোগ পেয়েছি - সেই জন্যে।
ভালো থাকুন দুজনই - সবসময় ।


----------------------------
ডিসক্লেইমার : প্রায় দু দশকের পুরনো এ গান দুটোর কপিরাইট সংক্রান্ত খুঁটিনাটি আমার জানা নেই । তবে ব্যক্তিগত অথবা সীমিত ব্যবহারের মাধ্যমে এ সংক্রান্ত ব্যাপার-স্যাপার আংশিক মেনে চলার চেষ্টা করেছি ।

শুক্রবার, জানুয়ারী ১২, ২০০৭

প্রতিবাদ

বাংলাদেশে জরুরি অবস্থা জারি ও বাক স্বাধীনতা নিয়ন্ত্রণের প্রতিবাদে

মঙ্গলবার, জানুয়ারী ০২, ২০০৭

নতুন সময়ের অপেক্ষায়

দুই শূন্য শূন্য ছয় ।
একটা বিতিকিচ্ছিরি অন্ধকার মাখা সময় কাটালাম ।
খুব ব্যক্তিগত ব্যাপার-স্যাপার এখানে লেখাটা অর্থহীন - জানি, তবুও একটা সালতামামি করতে ইচ্ছে করছে ।

বছরটা শুরু শারীরিক কষ্টের সাথে যুদ্ধ দিয়ে (শেষ হয়নি যদিও ব্যথা মাখানো এ রাহু ) ।
হুমম, যুদ্ধটা একার ছিলো - কারও কাছে হাত বাড়াইনি সাহায্যের প্রত্যাশায় ।
কাউকে বিরক্ত করতে ইচ্ছে করে নি - ছন্দ ভেঙে গেলে ফিরে আসা কঠিন এবং অহেতুক ব্যস্ত এই জীবনযাত্রায় কাউকে নিজের যুদ্ধে টানার মত সুযোগ ছিল না বলে । আর প্রিয়জন - দূরত্বের ব্যবধানে তাদের দর্শক হওয়া ছাড়া কিছু করার ছিল না বলে - জানানো হয়নি কাউকে ।
আর সময়টাই এরকম বোধহয় ।
চেতনানাশক দেয়ার আগে কী ভেবেছিলাম - পরিষ্কার মনে নেই - তবে হ্যা, প্রথমবারের মত কাউকে প্রত্যাশা করেছিলাম বোধহয় পাশে ।
আর ছয় ঘন্টা পর যখন ঘুম ভাঙে - তখন নিজের শারীরিক নিয়ন্ত্রণ ব্যাপারটাকে পেশা হিসেবে নেয়া অজানা সব মানুষের হাতে ।

৬ মাস আগের স্মৃতি খুঁড়তে ইচ্ছে করছে না ।
আর্থিক জটিলতায় যে পড়িনি তাও নয় - সেজন্যে কৃতজ্ঞতা একজন সুহৃদ ও আরেকজন অনুজের প্রতি ।

দেশে যাবোনা, যাবোনা করেও হঠাৎ সিদ্ধান্তে এ বছরেও গরমের একটা অংশ কেটেছে বাড়িতে - তবে হাতে গোনা ১৪ দিনের জন্যে - স্মৃতিটা তাই ভীষণ হালকা ।
তবে বদলে যায় সবকিছু - এক বছরে হলেও - আর স্মৃতিরা বিলীন হতে থাকে স্বল্পসময়ে পুনরুদ্ধার অযোগ্য আর্কাইভড্ সেলে । অস্বীকার করবো না - তাই প্রতিনিয়তই বুড়ো হই - মনের এক কোনে জমে থাকা দেশের জন্যে, মায়ের জন্যে রিনরিনে ব্যথাটুকু মলিন হতে থাকে ।

বছরের শেষের অংশে ব্যস্ততা, না ভুল - স্ট্রেস এর কাছে প্রায় পরাজয়ের শিকার হয়ে যাই - ভেঙে পড়ি অনেকটা - নিজের সীমাবদ্ধতা সম্পর্কে নতুন করে জেনে ফেলি ।

তবুও সবকিছুর মাঝেও ভালো কিছু যে ঘটেনি তাও নয় - রহস্যময় ও সারাক্ষণ দ্বিধায় থাকা ভালো লাগা বন্ধুটির আবার দেখা পাওয়া।

২০০৭ এ অনেকগুলো রিজোল্যুশন আছে - অনেক অনিশ্চয়তার মাঝেও - যেমন, কিছু সার্টিফিকেশন পরীক্ষা দেয়া কিংবা ড্রাইভিং শেখা, আরও আছে নিজের ঘরকুনো স্বভাবটা বদলানো - হতাশাবাদীর লেবেল গা থেকে খসানো, আর প্রচুর ঘুমানো ।

জানিনা কতটুকু ভাল যাবে সবকিছু ।
প্রার্থনা করা ছাড়া আর কী ই বা করতে পারি ?
নতুন সময়ের অপেক্ষায় .......
-----
ডানের ছবি : চাইনিজ নিয়মে এ বছরের zodiac sign : boar :: নতুন বছরে আসা শুভেচ্ছা পোস্টকার্ড থেকে মোবিক্যাম দিয়ে তোলা :: অস্পষ্ট হওয়ার জন্যে দুঃখিত