
৭১ থেকে খুব কি বেশি পথ ?
অমি রহমান পিয়াল এর পোস্টে এই সম্মানিতার দৃষ্টির কাছে মাথা নত করা ছাড়া আর কিছুই করার ছিল না । ক্ষমা চাওয়ার ভাষা আমার জানা নেই ।
ভীষণ ক্ষুদ্র মনে হচ্ছিল নিজেকে অনেকক্ষণ ।
একাত্তর এ আমার নিজের মা ও বোধহয় এমনটা বয়সের ছিলেন - আঠারো কিংবা উনিশ ।
এই ধারাবাহিক গুলো পড়তে গিয়ে বারবার চোখ ভিজে গেছে । *লিংক ১, ২, ৩, ৪, ৫, ৬*
অমি রহমান এর কাছে কৃতজ্ঞতার ভাষা খুঁজে পাচ্ছি না ।
সূর্যের আলো দেখার সুযোগ হয়নি যে ভ্রুণের , তার আজ ভূ-খন্ডের সমান বয়স হতো :: মা অষ্টাদশ কিংবা কুড়িতে কলন্ক মাখানো সমাজের কাছে - রাষ্ট্রের স্বাধীনতা যার কাছে মূল্যহীন ।
তাঁর সম্ভ্রমহানির কথা এখনো আমরা ফিসফাস করে বলি ।
একাত্তর এ আমার নিজের মা ও বোধহয় এমনটা বয়সের ছিলেন - আঠারো কিংবা উনিশ ।
এই ধারাবাহিক গুলো পড়তে গিয়ে বারবার চোখ ভিজে গেছে । *লিংক ১, ২, ৩, ৪, ৫, ৬*
অমি রহমান এর কাছে কৃতজ্ঞতার ভাষা খুঁজে পাচ্ছি না ।
সূর্যের আলো দেখার সুযোগ হয়নি যে ভ্রুণের , তার আজ ভূ-খন্ডের সমান বয়স হতো :: মা অষ্টাদশ কিংবা কুড়িতে কলন্ক মাখানো সমাজের কাছে - রাষ্ট্রের স্বাধীনতা যার কাছে মূল্যহীন ।
তাঁর সম্ভ্রমহানির কথা এখনো আমরা ফিসফাস করে বলি ।
আমার জন্ম স্বাধীনতার এক যুগ পরে, আমাদের প্রজন্ম জানেনা এ দুঃখের মহাকাব্য ।
বেলা অনেক দেরি হয়ে গেছে ।
এখন আমাদের রক্তে বিদ্রোহের উদ্দামতা ডাক দেয় না ।
আমরা এখন শ্মশ্রুমন্ডিত নুরানী মুখোশের অমানুষগুলোর সাথে আলোচনায় বসি অবলীলায় ।
তারাও আমাদের কান্ডারি, নেতা, প্রতিনিধি (!)
আমরা এখন শ্মশ্রুমন্ডিত নুরানী মুখোশের অমানুষগুলোর সাথে আলোচনায় বসি অবলীলায় ।
তারাও আমাদের কান্ডারি, নেতা, প্রতিনিধি (!)
অপরিষ্কার দাঁত মুখের কদাকার মস্তিষ্কের এই পশুগুলোর পেছনেও সাংবাদিকরা ছোটে, আমরা টেলিভিশনে তাদের উদ্ধত ভঙ্গির বক্তব্য শুনে কী করবো ভেবে পাই না ।
এখনো বোধহয় নিঃশব্দে কাঁদে কোন মা - অব্যক্ত ব্যথায় দাঁতে দাঁত পেষে কোন স্বজন ।
কতই বা বয়স হবে ?
১৮র সাথে ৩৫ যোগ করলে তো খুব বেশি হয় না ।
৭১ থেকে খুব কি বেশি পথ ?
আমাদের মুক্তিযোদ্ধারা কি এই বাংলাদেশ চেয়েছিলেন ?
আমরা এখন জোরে কথা বলতে ভয় পাই ।
আমাদের এখন নরকের কীটগুলোর নোংরা মানস থেকে জন্ম নেয়া রাজনৈতিক সংগঠন কে মেনে নিতে হয় ।
৮০র দশকের কথাই চিন্তা করুন, সংবাদপত্রে এই সংগঠনটিকে প্রায় নিষিদ্ধ মনে করা হত ; ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজামিকে জুতোপেটা করা হয়েছিল - ২০ এর ঘর পার করা যে কেউ ভুলে যান নি বোধ হয় ।
এখন আপনি-আমিই এদের ভোট দিই ।
এ কোন অভিশপ্ত সময় ?
পাকিস্তানি বাহিনীর যুদ্ধাপরাধের বিচার দাবি করে আপনি কী করবেন ?
কুকুর-হায়েনারা এখন আপনার ঘরেই - সূচ হয়ে ঢুকেছে, ফাল হয়ে বেরুনোর অপেক্ষায় ।
এখনো বোধহয় নিঃশব্দে কাঁদে কোন মা - অব্যক্ত ব্যথায় দাঁতে দাঁত পেষে কোন স্বজন ।
কতই বা বয়স হবে ?
১৮র সাথে ৩৫ যোগ করলে তো খুব বেশি হয় না ।
৭১ থেকে খুব কি বেশি পথ ?
আমাদের মুক্তিযোদ্ধারা কি এই বাংলাদেশ চেয়েছিলেন ?
আমরা এখন জোরে কথা বলতে ভয় পাই ।
আমাদের এখন নরকের কীটগুলোর নোংরা মানস থেকে জন্ম নেয়া রাজনৈতিক সংগঠন কে মেনে নিতে হয় ।
৮০র দশকের কথাই চিন্তা করুন, সংবাদপত্রে এই সংগঠনটিকে প্রায় নিষিদ্ধ মনে করা হত ; ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজামিকে জুতোপেটা করা হয়েছিল - ২০ এর ঘর পার করা যে কেউ ভুলে যান নি বোধ হয় ।
এখন আপনি-আমিই এদের ভোট দিই ।
এ কোন অভিশপ্ত সময় ?
পাকিস্তানি বাহিনীর যুদ্ধাপরাধের বিচার দাবি করে আপনি কী করবেন ?
কুকুর-হায়েনারা এখন আপনার ঘরেই - সূচ হয়ে ঢুকেছে, ফাল হয়ে বেরুনোর অপেক্ষায় ।
:: *ছবির কপিরাইট সম্পর্কিত তথ্য পরবর্তীতে সংযোজন করবো *
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন