শুক্রবার, নভেম্বর ১০, ২০০৬

ঔদ্ধত্য


"আমার ব্যক্তিগত কর্মকর্তাদের নিয়ে মহলবিশেষের মন্তব্য অনভিপ্রেত ও রাষ্ট্রীয় দায়িত্বে হস্তক্ষেপের সামিল ।"

-- ইয়াজউদ্দিন আহমেদ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা

----------------------------------------------

একটু ঔদ্ধত্য করেই ফেলি ।

রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলায় নাকি কিসব নিষেধ-টিষেধ আছে , তারপরও ।
মাননীয়, আপনার ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন কি আপনি নিজের পকেট থেকে দেন নাকি ?
আমরা বেতনও দেবো, আবার কথা বললে ধমকও দেবেন, এতো ভারি মজার ব্যাপার হয়ে যাচ্ছে ।



:: ছবিটা অপ্রাসঙ্গিক নয়, তবে কপিরাইট এই ভদ্রলোকের

কোন মন্তব্য নেই: