শনিবার, অক্টোবর ২৮, ২০০৬

ইউনুস নবী এবং তার নৌকা

ইউনুস নবীর কথায় আসি ।
না, ইউনুস নবীর নৌকা ছিল না ।
তবু আপনারা ধরে নিন, ইউনুস নবীর একটা নৌকা আছে ।
কাল্পনিক নৌকা ।

কনফুসিয়াস খারাপ লেখেননি ।
আমরা আসলেই ইউনুস সাহেবরে‍ হজম করতে পারি নি ।
আর, আমাদের বাঙালির যা হয়, সম্বর্ধনা-সমবোরধোনা জাতীয় ব্যাপার-স্যাপার এর মাধ্যমে আমরা কার কতটা এসিডিটি বাড়ছে ওই জিনিষ দেখানোর চেষ্টা করি এবং শেষ পর্যন্ত , শ্রদ্ধা করা উচিত, সব বিতর্কের উপরে রাখা উচিত এরকম মানুষকেও পচিয়ে ফেলি ।

আমরা চেষ্টা করি সবার আগে ফুলের মালা নিয়ে দৌড় দিতে , সম্মানিত মানুষটির পাশে নিজের পিতৃপ্রদত্ত বদনখানা দাঁড় করিয়ে ফ্রেম-বন্দি করে ফেলার । ফতুয়া পরা সাদাসিধে মানুষটির পাশে আমাদের চকচকে বিদেশি স্যুট মানায় না, প্রায় চামড়া তুলে ফেলা মেকআপ নেয়া চেহারার নিজের পাশে আমাদের এই বামনের দেশে মহাকায় মানুষ ইউনুসকেও বামন মনে‍ হয় । আর তক্কে তক্কে থাকি, নিজের কৃতিত্বখানা জাহির করতে অন্যদের কাছে, জোর করে সে গল্প টেনে আনি বিভিন্ন জটলায় ।

নির্বাচনের আগে আগে আমরা যেমনটা দেখি, অমুক ভাই-তমুক ভাই আপনাদের দোয়াপ্রার্থী - টাইপের পোস্টারে নেত্রী কিংবা নেত্রীপুত্রের সাথে তমুক ভাইয়েরা ছবি দিয়ে দেয়াল নষ্ট করে ফেলেন , ব্যাপারটা অনেকটা সেইরকম ।

আদনান সামি র সেই লিফট্ করা দো .. গানটা নিশ্চয় শুনেছেন; আমরা আসলে সবসময় লিফট্ এর অপেক্ষায় থাকি । তাই আপনি, আমিও ইউনুস নবীর নৌকায় লিফট্ নেয়ার চেষ্টা করি, এই সময়ে এসে ।


----------------
:: ইদানীং বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার মুখেই ডক্টর ইউনুস এর হাস্যোজ্জ্বল ছবির অপ্রাসঙ্গিক ব্যবহার দেখে প্রতিক্রিয়া
:: বামনের দেশে মহাকায় - শব্দাংশটুকু প্রয়াত হুমায়ুন আজাদ এর প্রবন্ধ থেকে ধার নেয়া - তিনি এর ব্যবহার করেছিলেন আহমদ শরীফ সম্পর্কে বলতে গিয়ে

কোন মন্তব্য নেই: