শনিবার, অক্টোবর ২৮, ২০০৬

জিরো আওয়ার

শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি শূন্য ঘন্টায় ।

যখন এই লেখা লিখছি, তখন ৪৮ মিনিট ধরে আমাদের প্রধানমন্ত্রী তাঁর পাঁচ বছরে তিনি এবং তাঁর মহান ও বিশাল মন্ত্রীবহর কী কী উপহার দিয়েছেন তার ফিরিস্তি দিয়েছেন ; আর গত সময়গুলোতে আমরা কখনোই পাশে পাইনি যাদের, সেই দায়িত্বজ্ঞানহীন বিরোধী দল স্বপ্ন দেখছে লগি-বৈঠা নিয়ে একটা বিপ্লব-টিপ্লব করে ফেলা র । তারা পল্টন ময়দানে নাকি খুঁটি গাঁড়ছেন ।

সবাই আগামী কয়েকদিন বাড়ির বাইরে যাতে না যেতে হয়, সেই প্রস্তুতি নিচ্ছেন, বাস-ট্রেনের টিকেট বাতিল করছেন শুনছি ।
ছোটখাটো যুদ্ধ-যুদ্ধ ভাব, বলছেন এক সাংবাদিক বিবিসি তে ।

একজন চামুচ, যার অস্হায়ী শাসনের দায়িত্ব নেওয়ার কথা, তিনি ভুলে যাচ্ছেন যে তার প্রথম যোগ্যতা হওয়া উচিত প্রায় সবাই তাকে গ্রহণ করবে সেই পার্সোনালিটি । আমার সাদা চোখে ই এই ভদ্রলোককে লজ্জা-শরম কম শ্রেণীর কেউ বলে মনে হচ্ছে ..আর ..

কে শোনে কার কথা , আমাদের এ হবুচন্দের দেশে ?

কল্পনা করা হয়নি এমন কোন ব্যাপার নয় যদিও , কিন্তু অনাকাঙ্খিত, আর অস্বস্তি মাখানো এ শূন্য ঘন্টা ।


সংযুক্তি:: অক্টোবর ২৮ : জিরো আওয়ার থেকে বেরুবার বোধহয় একটা পথ পাওয়া গেছে

1 টি মন্তব্য:

সৌরভ বলেছেন...
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।