শুক্রবার, অক্টোবর ২৭, ২০০৬

লিখছি

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি লম্বা নীরবতার জন্যে ।
কারণ অনেকগুলো, তবে উল্লেখ করার মতো দুটো হচ্ছে অহেতুক ব্যস্ততা আর অগোছালো জীবনযাপন ।
আর মাঝেমধ্যে শরীরযন্ত্রের বেঁকে বসা ।
ভীষণ ক্লান্ত সবকিছু নিয়েই ।

ব্যক্তিগত প্রসঙ্গ বাদ দিই ।
অনেকবারই লিখতে শুরু করে শেষ করা হয়ে ওঠেনি ।
অন্যেরা কী লিখছেন তা ও পড়ার সুযোগ হয় নি ।
যাইহোক, আবার পড়ছি এবং লিখছি।

কোন মন্তব্য নেই: