রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০০৬

এর থেকে নির্বাসনে গেলে ভালো হত

এর থেকে নির্বাসনে গেলে ভালো হত
তাহলে এতদিন আমার কথা মনে ছিল ?
প্রশ্নটার একটা জবাব দেয়া যেত ।
কিন্তু, আমার এ না-দন্ডবাস
না-নির্বাসনের পর আমি
উত্তরহীন থাকা ছাড়া আর কী-ই বা করতে পারি ।


এর থেকে নির্বাসনে গেলে ভালো হত
ঘাস আর আকাশের জন্যে ভালোবাসাটা আরও মজবুত হত
হয়তবা; তাহলে এই অবেলায় তোমাকে দেখতে ইচ্ছে করত না
রিকশা নেই একটা ফাঁকা শহরে তোমার পাশে হেঁটে যেতেও
ইচ্ছে করতো না, টুপটাপ বৃষ্টির মাঝে ।
মনে মনে বলতুম, রিকশা না পাওয়া গেলেই ভালো ।



এর থেকে নির্বাসনে গেলে ভালো হত
আমার মেশিনে শোভা পেত তনুশ্রী দত্ত কিংবা কিম শর্মার ওয়ালপেপার, হতাম
গতানুগতিক একটা যন্ত্রপ্রিয় মানুষ ।
মাথার ভিতর ঘুরপাক করতো মোজাভি, পার্ল কিংবা
সন্দর্ভ লেখার মালমশলা কোত্থেকে যোগাড় করা যায়, সেই চিন্তা ।



কিন্তু, কোনোটাই তো হইনি
তাহলে আমি এ কোন্ না-দন্ডবাস না-নির্বাসনে ছিলাম ?
যেখানে আমার সব দুঃখ মেঘ হয়ে থাকে ।
আর তার মাঝে আমি না-মানুষ না-আমি হয়ে যাই ::



মন্তব্য :: এটি অবশ্যই কবিতা নয়, নয় ছড়া(!)ও, আমি কবিতা লিখতে পারি না, আমি জানি । এটা আর অন্য সব পোস্টের মতই আরেকটা অর্থহীন অবাস্তব অনু-গাদ্যিক প্যাঁচাল

৪টি মন্তব্য:

নামহীন বলেছেন...
এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
নামহীন বলেছেন...

অসাধারণ

সৌরভ বলেছেন...

কৃতজ্ঞতা, নামহীন।
পুরনো পোস্ট খুঁজে পড়ার জন্যে।

রাশেদ বলেছেন...

ভাল্লাগছে।