শুক্রবার, আগস্ট ১৮, ২০০৬

কবি-মহীরুহ

যেখানে সূর্যের তলে আকাঙ্খিত সুন্দরের গাঁথা
নিসর্গে মধুর মতো, ফুলের পাঁপড়ির মতো ঝরে
অথবা যেখানে গাঢ় চন্দ্রবোড়া সঙ্গিনীর শাখায় আকুল

ঋতুর মতো রণে পরাক্রান্ত, সেখানে আমার অভিলাষ অভিসারী–

সুন্দরের গাঁথা ; "প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে"
শামসুর রাহমান ( ১৯২৯, অক্টোবর ২৪ - ২০০৬, আগস্ট ১৭ )
...............................................................................

প্রিয়জন হারানোর বেদনা অনুভব করছি ::
আমাদের মননের অভিভাবক চলে গেছেন আমাদের উদ্ভট উটের পিঠে ফেলে রেখে ;
জীবনবিরোধী শ্বাপদেরা যখন সময়ের লাগাম টেনে ধরে আমাদের যাত্রাকে প্রতিহত করার চেষ্টায় রত, তখন আমাদের এই ক্ষতি ।
তিনি থাকবেন মহীরুহের মত অসীম সময়কাল পর্যন্ত ।

কোন মন্তব্য নেই: