শুক্রবার, আগস্ট ১১, ২০০৬

কবির জন্য ভালোবাসা

সম্প্রতি আপনি খুব আশাবাদী আর প্রতিবাদী হয়ে উঠেছিলেন
কিন্তু আপনি কি জানেন যে আমরা কোথাও নেই ? যারা
স্বপ্ন দেখে সুন্দরের , পচে যাওয়া সমাজ-রাষ্ট্রকে যারা গোলাপের
মতো সুন্দর দেখতে চায় , যারা মনুষ্যত্ব-মানবিকতাকে
ভোরের আলোর মতো সত্য বলে মানে , আপনি কি জানেন তারা
কোথাও নেই ? আমরা তো উদ্বাস্তুর মতোই রয়েছি বাঙলায়

আপনি কি খুব জোর দিয়ে বলতে পারবেন যে আপনার
পায়ের নিচের মাটি খুব শক্ত ? শক্ত মাটি তো শুধু নষ্টদের
পদতলে । আমরা, শামসুর রাহমান , চোরাবালির ওপর
দাঁড়িয়ে রয়েছি


"শামসুর রাহমানকে দেখে ফিরে" - হুমায়ুন আজাদ
( আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে , নন্দন প্রকাশন , ঢাকা ১৯৯০ )
............................................................................

প্রয়াত হুমায়ুন আজাদ লিখেছিলেন ১৬ বছর আগে, সেই সময় হাসপাতালে চিকিত্সাধীন কবি শামসুর রাহমান কে দেখে ফেরার পর :: ধন্যবাদ প্রথম আলো কে, কবিতাটা পুনর্মুদ্রণের জন্যে।

কবি অসুস্থ ।
আসাদের শার্ট রক্তাক্ত করে কিংবা সখিনা বিবির কপাল ভেঙে, হরিদাসীর সিঁথির সিঁদুর মুছে ফেলে আসা স্বাধীনতা যখন বিপন্ন , পুরনো শকুনদের ছোবলে ; নব্য সামন্ততন্ত্র, মৌলবাদ, মন্ত্রীতন্ত্র আর রাষ্ট্রনীতির পাতানো খেলা নামের একগাদা অসুখে যখন আমাদের মানবিক স্বপ্নগুলো আক্রান্ত, তখন আপনি ভালো নেই । আপনার কি হাসপাতালে শুয়ে থাকলে চলে ?
প্রিয় কবি , আপনি সেরে উঠুন ; আপনাকে আমাদের প্রয়োজন :: আপনার কলম আবার জেগে উঠুক ।
আমরা হুমায়ুন আজাদ কে হারিয়েছি আজ থেকে ২ বছর আগে ; মন কু ডাকে, আপনাকে হারাতে চাই না ।
কবি, আপনার জন্যে ভালোবাসা ।

------
পাদটীকা::
১. টাইটেল টা আজকের প্রথম আলোয় প্রকাশিত কবিপত্নীর লেখা থেকে নেয়া
২. কিছুটা হলেও স্বত্ব বিষয়ক ব্যাপার-স্যাপার গুলো মেনে চলার চেষ্টা করি , তাই পুরো কবিতা তুলে দিচ্ছি না

কোন মন্তব্য নেই: