দেখছিলাম আসাহি র ১০টার নিউজ - মূল ক্যাস্টার ইচিরো ফুরুতাচি কে ছাড়াই আজকের নিউজ - সুন্দরী সংবাদ উপস্থাপক মূল দায়িত্বে - বড় অংশ জুড়ে আবহাওয়া সংবাদ :: না, জাপানের আবহাওয়া নিয়ে নয় - পৃথিবীজুড়ে উষ্ণতার মাত্রা বৃদ্ধি কিংবা সম্পর্কিত অন্য কিছু ।
হ্যাঁ, গরম পড়ছে - আজকের টোকিও ৩২°সে. - না, সংবাদের বিষয় সেটা নয় - খবর হচ্ছে, স্যাম চাচাদের দেশে গরম বাড়ছে - আজকের আসাহি নিউজ স্লটের প্রায় পুরোটাই স্যাম চাচাদের উদ্দেশ্যে নিবেদন ; শরীরের স্বাভাবিক তাপমাত্রার থেকেও বেশি - ইসস্ ... মুখ দিয়ে অজান্তেই চুকচুক টাইপের একটা অশ্লীল শব্দ করে ফেলি ।
ব্যস্ত ছিলাম কয়েকটা দিন - এমন একটা জায়গায় ছিলাম, ইন্টারনেট ব্যবহারের সুযোগ হয়নি, বোকার বাক্স ছিল - তবে খোলার সময় হয়নি :: Qana নামের একটা জায়গার নামও জানা ছিল না :: লেবানন নিয়ে খুব একটা তথ্য জানার সুযোগ হয়নি - পৃথিবী ঘোরার সুযোগ খুব একটা হয়নি বলে :: এই নামে লেবাননে একটা গ্রাম আছে -এটা জানার কোন কথাও নয় ।
হঠাৎ জেনে ফেললাম, সব্বাই জেনে গেল ; ধুর ভুল বকি - সব্বাই নয় বোধহয়, এই আধাযান্ত্রিক আর স্বার্থবাদী পৃথিবীর অনেক দোপেয়ে-ই জানে না -ওদের কাছে স্যাম চাচাদের দেশে গরম পড়ে, সিরিয়াল কিলার ধরা পড়ে - সেই নিউজ বেশি গুরুত্ব পায় ;
কম গুরুত্বপূর্ণ নিউজ হিসেবে আসে রক্তাক্ত মানুষের ছবি, কংক্রিটের ধ্বংসস্তুপ :: একজন বাবা তার সন্তানকে ক্যামেরার সামনে তুলে ধরেন, প্রাণহীন কিংবা রক্তাক্ত - ইসরায়েল কী জিনিষ, সেইটুকু বোঝার মত বুদ্ধিবৃত্তির বয়সে পৌঁছায় নি এখনো - তবুও মূল্যটা তাকে দিতে হয় ।
আমার লজ্জা লাগে - আমি আমেরিকার মুভি দেখে মুগ্ধ হই, সুকৌশলে আমেরিকান প্রপাগান্ডা এমবেড করে দেয়া পপ্ , কান্ট্রি মিউজিক শুনি, আমেরিকান KFC (হোক জাপানি ভার্সন ) চিকেন খেয়ে কর্ণেল সাহেবের রান্নার রেসিপির প্রশংসা করে কূল পাই না ::
আমি কী করবো ভেবে পাই না - আপাততঃ টিভি বন্ধ করি, Orkut কিংবা Gree তে লগইন করি - সোশ্যাল নেটওয়ার্কিং নামের এই ভার্চুয়ালিটি - সবাই বেশ এনজয় করছে, মনে হয় - আমি নিজের অস্তিত্ব খুঁজে পাই না কোথাও ।
নাম না জানা মানুষগুলো, যারা স্যাম চাচাদের কুকুরের হামলার শিকার হয় - তাদের কাছে আমার ক্ষমা প্রার্থনা ছাড়া কিছু করার থাকে না - অভিশাপ দেওয়া ছাড়া তুচ্ছ ক্ষমতার এই আমি কী ই বা করতে পারি ?
আমার ভীষণ লজ্জা করতে থাকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন