বৃহস্পতিবার, জুলাই ২০, ২০০৬

নির্বিকার

'নির্বিকার '
:: মাউসের আঁকিবুকি :: জুলাই ২০, ২০০৬ - ল্যাব

সোমবার, জুলাই ১৭, ২০০৬

নৈরাশ্য

আমার গল্প দিয়েই শুরু করি ।
অনেকগুলো পোস্ট শুরু করেছিলাম মাঝে, কোনোটাই প্রকাশের দেখা পায় নি ; শেষ করা হয়নি বলে, বিক্ষিপ্ত আমি র উপরে আমার নিয়ন্ত্রণ নেই :: সেটাও একটা কারণ অবশ্য ।

বিক্ষিপ্ত সময় হেঁটে চলা, পাঁড় মাতালের মতো :: কিংবা ভণ্ড দিন কাটানো, প্রোগ্রামড্ ও প্রায় হিপনোটাইজড্ কোনো পরীক্ষণ পাত্রের মত ; পরীক্ষণকে সাফল্যের পথে নিয়ে যাওয়ার জন্যে তারও সামান্য ভূমিকা থাকে, তাই ।

বৃষ্টি ভেজা দিন - না, বৃষ্টির মাঝে রোমান্টিকতা খুঁজে ফেরা বাঙালি আদিখ্যেতা আমার মধ্যে নেই - বৃষ্টি আমার মন খারাপ করে দেয় ; আমার কাছে বর্ষণের পরের শুভ্রতাই বেশি শিহরণ জাগানিয়া মনে হয় :: কারণ আমি একজন নৈরাশ্যবাদী ।
নৈরাশ্যবাদীরা মৃত্যুতে রোমান্টিকতা খুঁজে পায় না, পায় না প্রথম বর্ষার মাটি ভেজানো সোঁদা গন্ধেও - তাদের কাছে শৈশব অচেনা মনে হয়, ভবিষ্যত্ও ধূসর - আর বর্তমান - মন খারাপ করে দেয়া সময় পার করতে পারলেই বাঁচে তারা ।

আমরা আলোকিত জনমানুষের কাছাকাছি আসতে পছন্দ করি ; অন্যের আলোর ছোঁয়ার পরশ পাবার জন্যে মানব রসায়নের জেনেটিক এই ব্যাকুলতা -উত্তরাধিকার পরম্পরায় ছড়িয়ে যাওয়া- মানুষের সৌন্দর্য বলতে সেটুকুই ; আলোর ধারায় অব-গাহনের আকুতি।

পেসিমিস্টদের আমরা ( প্লিজ, আমি এবং আমি কে কেউ এক করে ফেলবেন না ) অপছন্দ করি, কারণটা বোধহয় জানেন :: আমরা সবাই প্রকৃতিগত ভাবে স্বার্থবাদী ; আর আলোর বেসাতি করে না এমন কারো সংস্পর্শে আসাটা প্রয়োজনে আসেনা - তাই মুসলমানের মুরগী পোষা র বাইরে আমরা যেতে পারি না ~ আঁধারে ভরা নৈরাশ্যবাদীদের দেবার মত কিছু নেই, তারা শুধু নিতেই জানে ।

পজিটিভভাবে পক্ষপাতিত্ব করলে অবশ্য, ওরা বেসাতি টা ঠিকমত বোঝে না - এই মূল্যায়নই যৌক্তিক মনে হয় । গান শেষের রেশটুকু মন থেকে হারিয়ে যাবে না - এরকম একটা গানের প্রতীক্ষায় তারাও একটা যুগ কাটিয়ে দেয় - কুয়াশাঘেরা স্মৃতির শৈশব তাদেরও মস্তিষ্কের তথ্যসম্ভারে রিন্ রিন্ নস্টালজিয়া জাগানো একটা অনুভূতির ধারা নিয়ে বয়ে চলে ; ভবিষ্যত্ এর স্বপ্নকাঠামোও কোনরকম একটা আকারে - হোক তা নড়বড়ে - তারাও গড়ে :: সবকিছুর পর বর্তমান তাদের কাছে নিষ্ঠুর মনে হয়, সেজন্যে তারা জিততেও ভয় পায় ।

জিততে যে ভয় পায়, তার জয়ের প্রত্যাশা করে কে ?