শুক্রবার, মে ২৬, ২০০৬

অনু্ভব

সকালে আজ সারা আকাশ কেবল মেঘ
ইলশেগুঁড়ি বৃষ্টি আসে, উড়েও যায়
থেকে থেকেই ঝোড়ো বাতাস এদিক ওদিক
ঢ্যাঙা মতন ঝাঁকড়াচুল অনেক গাছ
মাথা ঝাঁকায়, যেমন রাগি বাচ্চারা
খাবার ছুঁড়ে ফেলে

যারা বৃষ্টিতে ভিজেছিল :: জয় গোস্বামী ; পঞ্চম মুদ্রণ : পৃষ্ঠা ৮৩ :: আনন্দ পাবলিশার্স


লম্বা নীরবতার পর আবার শুরু করছি ।

বাস্তব এবং ভার্চুয়াল - সব অর্থহীন পথচলা থেকে কিছুদিন নিজেকে সরিয়ে নিজেকে স্হির রেখে চারপাশের ভীষণ দ্রুত ছুটেচলা মানুষগুলোকে দেখার সুযোগ :: অদ্ভুত একটা অনুভূতি - আত্মপরিচয় ভোলা কারও সাথে নিজের খুব বেশি পার্থক্য খুঁজে না পাওয়া ;
ছোটখাটো কিছু অস্ত্রচিকিত্সা এবং বড়সড় একটা অভিজ্ঞতা :: হঠাত্ বয়স বেড়ে যাওয়ার অপ্রিয় অনুভব, প্রসঙ্গকাঠামোয় দর্শকের ভূমিকাটা স্থায়ী নয়, নয় কাঙ্খিতও । কাজেই নিজের ভূমিকা রূপায়নের একটা অনিবার্য তাড়া ~

অপ্রিয় ব্যক্তিগত প্রসঙ্গের এখানেই সমাপ্তি ::