আমাকে আজ দাও না ছুটি , একলা একা রোদে হাঁটি
ভাল্লাগেনা মেঘে ঢাকা শহুরে এ বসত-বাটি
মানুষ আমি, আমারও তো ইচ্ছে করে মন ভরাতে
তোমরা অনেক দ্রুত হাঁটো, ক্লান্ত লাগে তাল মেলাতে
............................................................
অঞ্জন দত্তের গান থেকে
অনেকটা সময় পর লিখতে বসা :: পুরোপুরি নিজস্ব গল্প ।
অন্য সবকিছুর মত আরেকটা এপ্রিল এসে হাজির এবং সেই সাথে একটা খারাপ সময়ও ::
এপ্রিল মাস হিসেবে অর্থহীন হলেও অনেক ব্যাপারে একটা স্টপেজ এর মত , একটা যাত্রা শেষ অথবা আরেকটা নতুন পথে হাঁটা শুরু করা :: গ্রাজুয়েশনের শেষ বছরে পা দেয়া এবং অনেক গুলো সিদ্ধান্তহীন পরিস্থিতির মুখোমুখি ;
শরীরে স্বাভাবিক নিয়মে অস্বাভাবিক ব্যথা এবং খুব সাধারণ ও প্রায়-পূর্ব নির্ধারিত কোন ঘটনার মত নার্ভে স্টেরয়েড এর প্রবাহ দিয়ে স্বাভাবিকতা ফিরিয়ে আনার কৃত্রিম এবং ব্যর্থ চেষ্টা :: আমরা এখনো সাই-ফাই এর জগতে প্রবেশ করিনি যে বেগুনি রঙের কোন কৃত্রিম তরল মনের ব্যথা ভুলিয়ে দেবে কিংবা সামান্য আর্টিফিসিয়াল স্টেরয়েড ভুলিয়ে দেবে অসহ কোন শারীরিক যন্ত্রণা :: কাজেই আপাতত শারীরিক যন্ত্রণার কাছে পরাজয়ের শিকার এবং অহংকারী একজন হোমো স্যাপিয়েন্স* হিসেবে পরাজয়কে অস্বীকার করা ।
অনেকদিন পর স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা হিসেবে রান্না-বান্না ; ডাল , ট্যুনা কাবাব এর বেটা ভার্সান ; সামান্য অপ্রয়োজনীয় কেনাকাটা - ক্রেডিট কার্ড এর উপরে চাপানো ভার :: আগামীকালকে অস্বীকার করে পকেটের শীতলতা ঢাকার মোটামুটি সফল একটা প্রচেষ্টা ।
নিজেকে বদলে ফেলার অনেকগুলো প্রয়োজন অনুভব এবং সেটা করতে পারবো না - প্রায় জানা বলেই যেমনটা আছি, যেমনটা চলে যাচ্ছে - তেমনটা চলে যাক - ভেবে অর্ধেক হেরে বসে থাকা । বদলে যাওয়া পৃথিবীতে, দৌড়ুতে থাকা স্মার্ট সব অতিআধুনিক মানুষের মাঝে আনস্মার্ট এবং অর্থোডক্স এক জীবনযাপন ।
নিজের জন্যে নিজেরই প্রার্থনা - স্বাভাবিক জীবন এবং ভাল সময়ের প্রত্যাশায় ।
*হোমো স্যাপিয়েন্স :: Homo Sapiens শব্দটার সরাসরি অর্থ :: জ্ঞানী মানুষ :: মানুষ কতটা অহংকারী, এর থেকেই বোঝা যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন