শুক্রবার, মার্চ ২৪, ২০০৬

না আঁকা একটা ছবি

একটা ছবি আঁকতে ইচ্ছে করছে ।
যান্ত্রিকতার মাঝে সামান্য নির্মল নীল মিশিয়ে ; আর্টিফিশিয়াল শব্দকে ছাপিয়ে একটা টুং টাং - নূপুর ? নূপুর নয় বোধহয় পিঠে বাঁধা ছোট্ট ব্যাগে ঝুলতে থাকা ছোট্ট একটা ভালুকের সাথে ছোট্ট একটা বেল । টুং টাং টুং টাং ......
বিবর্ণ মেঘের মাঝে হেসে ওঠা একটা সাজানো সুরের রংধনু

ছোট্ট একটা মানুষ, ছোট্ট হাতটা বাঁধা একটা বড় হাতের সাথে :: হেঁটে চলে যায় । নির্ভরশীল একটা সেতু ; না, ভেঙে পড়ে কখনো কখনো ; সব্বাই যখন বড় হয়ে যায় ::

একজন আহত মানুষ, সাথে আরেকজন , বন্ধনে জড়ানো সম্ভবতঃ সদ্য অথবা অনেকদিনের - তাতে কিছু যায় আসে না - বর্তমানটাই আসল । আর স্থিরচিত্রে সময়টা কোন ফ্যাক্টর নয় ।

একটা ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড, একগাদা সংখ্যা এবং লোগোগ্রাম এর প্রবাহ - অর্থপূর্ণ :: অপেক্ষায় থাকা একদল মানুষ - কখন লোগোগ্রামের প্রবাহে নিজের নম্বরটা ভেসে উঠবে ::
ঘুমজড়ানো আমিও সে দলে , অনেকদিন পর সকাল দেখা । বড্ড ঘুমুতে ইচ্ছে করছে ~ মাথায় ঘুরপাক খাচ্ছে - টুং টাং টুং টাং ......
সামনে আরেকটা ছোট ডিসপ্লে বোর্ড, একটা নাম লেখা । ছবিটা শেষ এখানেই ।

আজকের দিনের সবটুকু শ্রদ্ধা এই ডিসপ্লে বোর্ডে লেখা নামের মানুষটার প্রতি , হয়ত কখনো আর দেখা হবে না , হয়ত হতেও পারে পথচলতি কোন সরলরেখায় , কে জানে ? দেখা হোক আর নাই হোক, ছবিটা এই মানুষটাকে উতসর্গ ~




ছবিটা আঁকা হবে না , আমি জানি : আমি ছবি আঁকতে পারি না , পুরো স্কুলজীবনে এই একটা বিষয়ে আমাকে প্রায় এমনি মার্কস দিয়ে দেয়া হতো অন্ততঃ আমার তাই ধারণা : অন্য প্রায়-সব বিষয়ের সাথে ড্রইং এর নম্বরটা ভালো দেখাত না , সেজন্যে হবে হয়ত~

২টি মন্তব্য:

নামহীন বলেছেন...

Tumi eto shundor kore likho kibhabe?Hoetoba khub shundor kore vabo bolei etota shundor likhte paro.Pithe badha choto bag e jhulte thaka valuk ta ki tomar chotobelar kono shriti?

সৌরভ বলেছেন...

প্রথমেই ধন্যবাদ আর স্যরি দেরির জন্যে ।
পুরো পট টাই বাস্তব আর বর্তমানের কাছাকাছি ।