আশা । আমরা কি আশা করবো ? আশা খুব প্রশংসিত , আশার প্রশংসায় পৃথিবী পঞ্চমুখ , কিন্তু আশার কিছু নেই পৃথিবীতে , আশা করার স্থান নয় জীবন । স্থূল জীবন যাপনের জন্যে স্থূল ছোটো ছোটো আশা আমরা করে থাকি , ভুলে থাকি জীবনের বিশাল আশাহীনতাকে ; কিন্তু যদি আশা করি যে জীবনের নিরর্থকতাকে অতিক্রম করতে পারবো , তাহলে জীবনকে অর্থপূর্ণ করে তুলি না , বরং আত্মহত্যা করি দার্শনিকভাবে ।
:::: "আমার ইন্দ্রিয়গুলো" - হুমায়ুন আজাদ
ভালো আছি ... আমরা সবসময় যেমনটা বলি তেমন ভালো থাকা~
ভালো থাকা র কোন সুনির্দিষ্ট সংজ্ঞা আছে কি ? নিজের জগতের অন্যের সাথে তুলনা মস্তিষ্ককে হয়তো বা ভালো থাকার অনূভুতি দেয় , জীবনের ক্লান্তিকর পুনরাবৃত্তি :: ইন্দ্রিয়ের সুখ এর প্রাচুর্য কিংবা রোববার এর পর সোমবার- এভাবে হয়তবা একটা আকার আমরা নিজেরাই তৈরি করি , সংজ্ঞায়িত করি ভালো থাকা কে এবং সেই মানদণ্ডে ফেলে দিই নিজেকে ।
নিজেরাই সেই মানদণ্ডের স্কেলটা বদলে ফেলি , একই অবস্থায় রোববারে নিজেকে সুখী মনে করলেও নিজেদের তৈরি করা বদলে যাওয়া মাপকাঠিতে নিজেরাই অসুখী হই এবং সোমবারে ভালো থাকি না ।
ব্যাপারটা বোধহয় অনেকটা Nerve Block Therapy** র মত ।
অর্থহীন মাপকাঠি দিয়ে মূল্যায়ন করতে হয় যে জীবন - সে জীবনে বাঁধা পড়া - নিজেকে মাঝেমধ্যে ল্যাবরেটরীতে আটকা পড়া গিনিপিগের চেয়ে বেশি কিছু মনে হয় না ।
** শরীরে কোন নির্দিষ্ট জায়গায় ব্যথা কমিয়ে দেয়ার জন্যে অনূভুতি নাশক দিয়ে ব্যথা-অনুভূতির স্কেল উপরে বাড়িয়ে তোলা , স্কেলের সীমা বাড়িয়ে অনুভূতি মস্তিষ্কে পৌঁছাতে বাধা দেয়া :: ব্যাপারটা এককথায় সম্ভবতঃ এরকম - আমি মেডিক্যাল সায়েন্স পড়িনি - কাজেই আমার ব্যাখ্যাটা হয়ত অসম্পূর্ণ :: তবে নিজের অভিজ্ঞতা থেকে ব্যাপারটার সাথে আমার পরিচয় **
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন