কাকেরা রোজ ঈশ্বরের কাছে প্রার্থনা করে
অন্য একটা কাকের মৃত্যু,
নিজের খাবারের অংশ বাড়বে এই প্রতীক্ষায় ::
খাবারে ভীষণ টান
নতুন নতুন আইন, নতুন ব্যবস্থা
রাস্তা-উঠোন ধুয়েমুছে রাখে সব্বাই ;
দূর্ভিক্ষ না এসে যায় এবার - বলে সবচেয়ে বয়েসি কাকটা
সেবারের মত, সেই সেবার ..... গল্পে কান দেয়না কেউ
দূরে আরেকটা জটলা ,
কোনও মৃত্যু , খাবারের ভাগাভাগি অথবা কোন বিবাদ
প্রথমটা হলে কোনও লাভ নেই যদিও
আজকাল কাকের মৃত্যু
খাবারের বরাদ্দ বাড়ার কোন নিশ্চয়তা দেয় না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন