মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৮, ২০০৬

এখন

এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে
চাঁদ ডাকে আয়, আয়, আয়
এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
চিতা কাঠ ডাকে আয়, আয়, আয় ।

যেতে পারি,
যে কোন দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু কেন যাবো ?

*শক্তি চট্টোপাধ্যায় :: "যেতে পারি, কিন্তু কেন যাবো "



অনেকদিন কিছুই লেখা হয়নি, সত্যি বললে লেখার কিছু নেই, তাই :: ঘটনাবিহীন জীবন - এক কথায় বললে ~
ইদানীং কী করছি - কেউ জিজ্ঞেস করলেও উত্তর দেওয়া হয় না :: উত্তরটা জানা নেই বলে । জীবনের একটা ম্যানুয়াল যদি তৈরি করা থাকতো !

কোন মন্তব্য নেই: