মঙ্গলবার, ফেব্রুয়ারী ২১, ২০০৬

গতানুগতিক

সব বৃষ্টি ঝরে গেছে, সবটুকু অশ্রুও,
বৃষ্টিমন্ত্রী বলছেন, এ বছরের বৃষ্টির বরাদ্দ শেষ,
অশ্রুমন্ত্রক বলছে জরিমানা করবে ,এর পর কেউ কাঁদলে::
তবুও আমি এই পথ ধরে হাঁটি,
আমার কিছু জল পাওনা ছিল বলে ::


অনেকদিন পরে একটা গতানুগতিক পোস্ট করতে ইচ্ছে হলো ...
অনেকটা লম্বা সময় কোন পোস্ট করিনি ; না, এর কোন অজুহাত এই পোস্টে দেখাবো না :: আমাদের বেশির ভাগ কাজই অর্থহীন এবং লজিক ছাড়াই, নয় কি? পোস্টিং বন্ধ রাখা এবং আবারো শুরু করা - না, বিশেষ কোন কারণ নেই ।

এই একটা টার্ম সময়ের কাছে হেরে গেছি বহুবার, সারা রাত না ঘুমিয়েও অসম্পূর্ণ অবস্থায় অ্যাসাইনমেন্ট জমা দেয়া :: লেকচার নোটস্ স্পর্শ না করেই পরীক্ষা দেয়া :: যাই হোক, বাদ দিই সে গল্প (: অলস মানুষদের গল্প, সারা জীবন ১১টা ৫৭ মিনিটে ১২টার ট্রেন ধরার প্রস্তুতি নেয়া মানুষদের টিপিক্যাল গল্প~

একটা অদ্ভূত জিনিষ পড়লাম, মানুষের দেহঘড়ির সময় ২৪ ঘন্টা ১১ মিনিট, বাস্তব সময়ের চেয়ে ১১ মিনিট বেশি :: দিনের আলোয় সময়ের হেরফেরটা ঠিক করে ফেলে আমাদের অসাধারণ প্রসেসর ; ব্যাপারটা বোধহয় বেশ পুরনো :: আমি জানতাম না । নিজের উপরে এক্সপেরিমেন্ট করে দেখতে ইচ্ছে করছে হেরফের টা লম্বা সময় রিসেট না হলে কেমন হবে :::

কোন মন্তব্য নেই: