সবকিছু বোধহয় এখনও শেষ হয়ে যায়নি - এমনটা সান্ত্বনা শুনিয়েছিলাম কাকে যেনো ; সান্ত্বনা কিংবা সহানুভুতি কীভাবে দিতে হয় কোন বইয়ে পড়া হয়নি কখনো যদিও ;
এখন আর সেই ব্যর্থ চেষ্টা করি না, ভীষণ হাস্যকর শোনাতে পারে তাই ।
এখন মাঝেমধ্যে নিজেকে জিবরানের কবিতায় আবিষ্কার করি, অক্লান্ত কাকতাড়ুয়ার ভূমিকায় ; যাকে দেখে কাকেরা ভয় পায়নি কখনো ::
সম্ভবতঃ কাকতাড়ুয়া কে অবজ্ঞা করে চলা কাকের চরিত্র টা পেলেই স্বস্তি বোধ করতাম ;
সে যাই হোক :: জিবরানকে ধন্যবাদ এই জন্যে, আমার জন্যে একটা অবয়ব তৈরিই আছে - হোক তা খড়নির্মিত এবং এক পা এর ::
*তোমাকে কানে কানে বলে রাখি, আমার অবশ্য দ্বিপদই পছন্দ * ।
কে একজন বলেছিল জীবনটার উপরে ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম খাটানো গেলে ভালো হতো :: আমি এত কী বুঝি - কীভাবে ভয় দেখানো যায় এটুকুই শিখতে পারলাম না, আর .....
তাই সায় দিতে ইচ্ছে করে নি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন