বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০০৫

সাময়িক

সাময়িকভাবে এই ব্লগে পোস্টিং বন্ধ থাকবে ::
কোন কারণ ছাড়াই ::
অবশ্য এমন কিছু অর্থপূর্ণ পোস্টিং যে করি তাও তো নয় ;
(যেরকম ঠাণ্ডা পড়ছে ইদানীং, হাইবারনেশন স্টেটে যাওয়া ছাড়া উপায় দেখছি না ! )

এর মাঝে কেউ যদি পোস্টিং এক্সপেক্ট করে থাকেন ( তেমন কারও থাকার সম্ভাবনা শূন্যের কাছাকাছি যদিও ! ) তবে ক্ষমা প্রার্থনা করছি ।



শুক্রবার, নভেম্বর ১৮, ২০০৫

??

শেষ পোস্ট এর ধারাবাহিকতা :: আমাদের আরও কত এলিজি পড়তে হবে - জানি না
অদিতি ফাল্গুনীর এই লেখাটা - আমাদের সহপাঠী অথবা বোমায় নিহত বিচারক জগন্নাথ শিরোনামে ~ ধিক ধর্ম-বেসাতি কাপুরুষদের !

আমরা আর বোধহয় বিচার অথবা নিরাপত্তা নিয়ে চিন্তা করছি না , অবস্থাটা এর থেকে যেন আরও খারাপ না হয় - এটাই সম্ভবত প্রত্যাশা !

বুধবার, নভেম্বর ১৬, ২০০৫

?

এই অন্ধকারে আমরা আর কতদূর যাব ?
এই লিস্ট টা আরো কত লম্বা হলে ধর্মান্ধরা আমাদের মুক্তি দেবে ?
কিংবা এই অন্ধকার পথটা আরো কতদূর - এটা কি কেউ বলতে পারবেন ? গানম্যান দিয়ে কারো নিরাপত্তা দেয়া যায় না - এই সহজ সত্যটুকু কেউ বলছেন না - ভীষণ অদ্ভূত ! আমাদের নার্ভ এত অনুভূতিহীন হয়ে পড়েছে ?

শনিবার, নভেম্বর ১২, ২০০৫

ব্যক্তিগত পঃ বিঃ

অনেকটা সময় পর ব্লগে অ্যাকসেস করছি, মাঝে কিছুটা ব্যস্ততা, কিছুটা আলস্য জনিত কারণে লেখা হয়নি । ( পঃ বিঃ - ১)

মাঝে ঈদ ছিল , ঘুমিয়ে কাটানো :: অন্য সব ঈদের সাথে পার্থক্য সেটুকুই, কারণ ঘটনাক্রমে ছুটির দিনের সাথে মিলে যাওয়া ; উল্টো সেটা বিরক্তিকর অবশ্য, উইক্-ডে হলেই দিনটা সহজে পার করা যায় উইকএন্ডে বাঙালিদের টাইপড্ ঈদ গ্যাদারিং , টাইপড্ এই অর্থে যে, যেটা যেমন হয় তেমনই :: যেটা ভাল লাগে সেটা ভালই আর যেটাতে অনিচ্ছে নিয়ে যাই, সেটাতে যাওয়ার পরও ইচ্ছেটা বাড়ে এমনটা নয়

কয়েকদিন আগে ভার্সিটিতে বুয়েটের এক স্যারের সাথে দেখা হল, ১/১ এ ( আমার বুয়েটজীবনের একমাত্র টার্ম ) - আমাদের কেমিস্ট্রি সেশনাল নিতেন এবং আমি যে হলে থাকতাম- আউল্লা পঃ - এর প্রভোস্ট ছিলেন :: সম্ভবতঃ দুই মাসের কিছু একটা রিসার্চ সম্পর্কিত কাজে এসেছেন

এই সিমেস্টারের কোর্স মোটামুটি সবগুলোই ভাল লাগছে - বিষয়বস্তু হিসেবে একেবারেই মেজর-সম্পর্কিত ব্যাপার-স্যাপার, সেজন্যেই বোধহয় :: তবে অ্যাসাইনমেন্ট বেশি - এটাই ঝামেলার ; প্রতি সপ্তাহে UML class ডায়াগ্রাম আঁকতে ভীষণ বিরক্ত লাগে , এই অ্যাসাইনমেন্ট করার আগে টিচারকে কিছুক্ষণ গালিগালাজ করে নিই এবং সাবমিট করার আগে Apple কে আরেকবার ; Mac OS এর জন্যে , শেষ মুহূর্তে ল্যাব থেকে প্রিন্ট নিতে গিয়ে প্রতিদিনই ঝামেলায় পড়তে হয় , Mac server মাঝে-মধ্যেই ঘুমিয়ে নেয় ( পঃ বিঃ -২)


অল্প সময়ে কোন সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে আমি খুবই অপটু , বিশেষ কিছু কেনাকাটা করতে গেলে একবার বাইরে বের হয়ে কিছুক্ষণ ভেবে নিই অবশ্য শেষ পর্যন্ত নেয়া সিদ্ধান্ত যে সঠিক প্রমাণিত হয় এমনটাও নয় ~

:: পঃ বিঃ - পরস্পরবিরোধিতা ::
:: আউল্লা পঃ - আহসানউল্লাহ হল পশ্চিম , বুয়েট ::

বৃহস্পতিবার, নভেম্বর ০৩, ২০০৫

পরাজয়

নৈঃশব্দ বলে :
সত্য প্রকাশে
কোনোই অলঙ্কার হয় না প্রয়োজন
অশ্বারোহী সৈনিকের মৃত্যুর পর
সওয়ারবিহীন, ঘরে ফেরা নতমুখ ঘোড়া
বলে দেয় সবকিছু ,
না বলে একটিও কথা

<<ফিলিস্তিনি কবি মাওরিদ বারখতি র কবিতা থেকে অনুবাদ :: প্রথম আলো সাময়িকীতে প্রকাশিত >>

কোন কিছুই আর আগের মত নেই
সেরকম কথাও ছিল না অবশ্য - প্রত্যাশাও করিনি কখনও শেকলটা ছেঁড়ার কিংবা দেয়ালটা ভাঙার :: প্রতীক্ষাও ছিলনা, শূন্যতার জায়গা নেবে অসীম :: সীমাহীনতার মাঝে হারিয়ে যেতে ভয় হয় বলে

মাঝে মাঝে অট্টহাসি দিয়ে ভাসিয়ে দিতে ইচ্ছে করে মেকি মুখোশ পরা মানুষগুলোর মিথ্যেদের ::
মিথ্যেরা মুখ ভ্যাংচায় ; পারিনা , এখন আর কিছুই পারি না কিছুই হয় না এখন , কোন কিছুই আর আগের মত নেই বলে

স্বপ্নেরা আজ অ্যাসফাল্টে ঘেরা নগরে আকাশছোঁয়া অট্টালিকা র তৈরি শহর-দ্বীপ থেকে বেরুবার পথ পায়না , শিকার হয় যান্ত্রিক ক্ষুধার :: বাস্তবতা নামের পরা-দানব ঘিরে ফেলে স্বপ্নযোদ্ধাদের , যুদ্ধটা জেতা হয়না কারও :: পরা হয় না ঘাসফুল-মালা - ধূসর অন্ধকার নেমে আসে; ঢেকে ফেলে রক্তাক্ত নাবিকদের , ভয়ের আবরণে ঢাকা পড়ে নীল জোছনা - ভয় , যে কোন সময় নেমে আসবে অমানিশা-প্রিয়-শ্বাপদের দল !

তবুও প্যান্ডোরার বাক্মের শেষ জিনিষটা থেকে গেছে প্রমিথিউসের মানুষের জন্যে ; অপেক্ষায় থাকে রত্নগর্ভা জননীর সন্তানেরা , দিগন্তরেখায় কখন দেখা দেবে বাদামী নক্ষত্রের আভা ! সে অপেক্ষার শেষ কোথায় কে জানে ?

মঙ্গলবার, নভেম্বর ০১, ২০০৫

মাথা ব্যথা

ভীষণ মাথা ব্যথা করছে বিকাল থেকে :: সন্ধ্যা থেকে বলা ভাল , বছরের এই অংশে বিকালটা এত ছোট যে বুঝতেই পারি না :: ২ ঘন্টার মত ঘুমিয়েও কোন ফল দেখছি না এই মাঝরাতেও মাথা ছিড়ে যাচ্ছে ব্যথায় !

বায়োইনফরমেটিক্স নিয়ে গবেষণা করেন এরকম এক নতুন টিচারের জন্যে প্রায় জোর করে একটা কোর্স চালু করা হয়েছে , সেই ক্লাসটাতে বসে থাকতে গিয়ে মাথা ব্যথাটার শুরু :: ভদ্রলোক কী যে বলেন বুঝতে পারার কোন প্রশ্নই ওঠেনা :: প্রাণের জন্ম হলো কোত্থেকে এই জিনিষের উল্টোপাল্টা থিওরি নিয়ে আজকের লেকচার ; বিটকেল কোথাকার ! এই প্রাণের গবেষকেরা প্রাণহীন যন্ত্র-পাতির ডিপার্টমেন্টে ঢোকে কীভাবে ? এর ক্লাস যদি আর করেছি ...


ইদানীং কালেকশনের প্রায় সব গানের সিডি XPতে ব্লান্ক দেখাচ্ছে :: বন্যা র রবীন্দ্রসংগীতের কালেকশনের একটা mp3 সিডি পুরোপুরিই নষ্ট, কোথায় যে সমস্যা -- ড্রাইভে সমস্যা হলে আমি গেছি , ল্যাপটপের ওয়ারেন্টির সময় শেষ :: কিছু হলেও কিছুই করার নেই -- অর্থনীতির অবস্থা ভাল নয়