ভীষণ বিরক্তিকর কিছু দিন, প্রায় একই রুটিন :: সকালে ২-৩ধাপে ভাঙা ঘুম, ইচ্ছে করে দেরি করে বিছানা ছাড়া :: সংক্ষিপ্ত রান্না, সারাক্ষণ বকবক করতে থাকা বোকার বাক্স :: কৃত্রিম উষ্ণতায় ভুলতে চেষ্টা করা অপ্রিয় আবহাওয়া ::
জমা হয়ে থাকা অ্যাসাইনমেন্ট এর পাহাড় , Oscilloscope থেকে তোলা ছবি কোনটা কিসের অনেক কষ্টের পরও মনে করতে না পারা এবং ডেডলাইন পার করেও আপাততঃ অলসতায় গা ভাসানো ::
থেমে যাওয়া সময় :: অলস দিন :: অলস বিদায় আরেকটা সৌরবর্ষকে ।
দুই-শূন্য-শূন্য-পাঁচ :: পারিপার্শ্বিকতার বদলে যাওয়া, বদলানোর চেষ্টা নিজেরও - মানবিক সম্পর্কগুলোর দ্বিমাত্রিক হয়ে ওঠা, বাস্তবতা হয়ে ওঠা মনোক্রোম এবং গোজাঁমিল দিয়ে কোনওভাবে মিলিয়ে ফেলা বেশিরভাগ সমস্যার সমাধান আসলে বাগ্ মুক্ত নয় - বিলম্বিত উপলব্ধি ।
আরেকটা নতুন বছর , আবার জানুয়ারি এবং মকর রাশি হিসেবে ২০ এর সংখ্যারেখার আরেকটা ঘর পার করে ফেলা :: বছরের প্রথম তিন মাসে যারা জন্ম নেয়, তারা অন্যদের থেকে বোকা হয় - এরকম একটা সমীক্ষা ফলাফল দেখে সংখ্যাতত্ত্বে অবিশ্বাসী আমারও বিশ্বাসী হয়ে ওঠা~
দুই-শূন্য-শূন্য-ছয় :: প্রত্যাশা - সবার ভালো হোক :: বিশেষতঃ চারপাশের মানুষগুলোর ..... সবকিছু হয়ে উঠুক অর্থপূর্ণ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন