শনিবার, ডিসেম্বর ১৭, ২০০৫

গেম !

ভয় করে মনে হয় এ মুহূর্ত বুঝি সত্য নয়,
যেমন অসত্য ছিলো, দীর্ঘ গতকাল
যেমন অসত্য হবে অনন্ত আগামী
:::: নবনীতা দেবসেন :: পাণিগ্রহণ


আমরা যখন স্কুলে , ক্লাস সিক্স বা সেভেনে :: পার্সনাল কম্পিউটার তখনও পার্সনাল কোন কিছু হয়ে ওঠেনি :: মাইক্রোসফট বা উইন্ডোজ :: ( তখনও ৩.১ বোধহয় ) - এই জাতীয় কোন শব্দের সাথে পরিচিতি থাকারও কোন প্রশ্ন আসেনা

একটা সময়ে দেখতাম বন্ধুরা বেশিরভাগ টিফিন এর সময়টা স্কুল থেকে উধাও ; মোটামুটি সবাইকে পাওয়া যেত ছোট-ছোট নিঃশ্বাস বন্ধ হয়ে আসা দোকানে , খটখট শব্দ আর শত্রু বিনাশের উল্লাস ভিডিও গেম বুম :: আমাদের স্কুলের চারপাশেই কমপক্ষে ১০-১২টা দোকান ছিল :: স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বের হয়ে সারাদিন গেম খেলা - আর মাঝে মধ্যে বেশি সচেতন বাবা-মা কারও হাতে ধরা খেয়ে যাচ্ছেতাই শারীরিক শাস্তি -এরকম বন্ধুরও অভাব ছিল না

তারপর একটা সময় পরে অন্য সবকিছুর মত আপনাআপনিই ব্যাপারটা উধাও হয়ে যায়

ইদানীং কালের ভার্চুয়াল গেম গুলো এত বাস্তব আর বিশ্বাসযোগ্য, আর সত্যিকারের দৈনন্দিন সিম্যুলেশন করে বানানো , যে মাঝে মধ্যে মুগ্ধ হয়ে যাই :: পিএসপি (Play Station Portable - Sony) বা নিনতেনদো ডিএস(Dual Screen - Nintendo) নিয়ে ভার্সিটির ক্লাসের ফাঁকে মগ্ন হয়ে যাওয়া কাউকে দেখলে আর অবাক হই না

মাঝেমধ্যেই নিজেকে কোন ভার্চুয়াল গেমের চরিত্র মনে হয়, ভেবে পাই না এই গেমে নিজের ভূমিকা ::

না, ভূমিকা ভেবে চরিত্র রূপায়নের কোন প্রয়োজনও নেই :: আমাদের চরিত্রও প্রোগ্রামড্ সম্ভবতঃ, কে জানে ? কেবল আমরা 'খেলবো না এ খেলা' বলে বেঁকে না বসলেই হলো ~

কোন মন্তব্য নেই: