ভয় করে । মনে হয় এ মুহূর্ত বুঝি সত্য নয়,
যেমন অসত্য ছিলো, দীর্ঘ গতকাল ।
যেমন অসত্য হবে অনন্ত আগামী ।
:::: নবনীতা দেবসেন :: পাণিগ্রহণ
আমরা যখন স্কুলে , ক্লাস সিক্স বা সেভেনে :: পার্সনাল কম্পিউটার তখনও পার্সনাল কোন কিছু হয়ে ওঠেনি :: মাইক্রোসফট বা উইন্ডোজ :: ( তখনও ৩.১ বোধহয় ) - এই জাতীয় কোন শব্দের সাথে পরিচিতি থাকারও কোন প্রশ্ন আসেনা ।
একটা সময়ে দেখতাম বন্ধুরা বেশিরভাগ টিফিন এর সময়টা স্কুল থেকে উধাও ; মোটামুটি সবাইকে পাওয়া যেত ছোট-ছোট নিঃশ্বাস বন্ধ হয়ে আসা দোকানে , খটখট শব্দ আর শত্রু বিনাশের উল্লাস । ভিডিও গেম বুম :: আমাদের স্কুলের চারপাশেই কমপক্ষে ১০-১২টা দোকান ছিল :: স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বের হয়ে সারাদিন গেম খেলা - আর মাঝে মধ্যে বেশি সচেতন বাবা-মা কারও হাতে ধরা খেয়ে যাচ্ছেতাই শারীরিক শাস্তি -এরকম বন্ধুরও অভাব ছিল না ।
তারপর একটা সময় পরে অন্য সবকিছুর মত আপনাআপনিই ব্যাপারটা উধাও হয়ে যায় ।
ইদানীং কালের ভার্চুয়াল গেম গুলো এত বাস্তব আর বিশ্বাসযোগ্য, আর সত্যিকারের দৈনন্দিন সিম্যুলেশন করে বানানো , যে মাঝে মধ্যে মুগ্ধ হয়ে যাই :: পিএসপি (Play Station Portable - Sony) বা নিনতেনদো ডিএস(Dual Screen - Nintendo) নিয়ে ভার্সিটির ক্লাসের ফাঁকে মগ্ন হয়ে যাওয়া কাউকে দেখলে আর অবাক হই না ।
মাঝেমধ্যেই নিজেকে কোন ভার্চুয়াল গেমের চরিত্র মনে হয়, ভেবে পাই না এই গেমে নিজের ভূমিকা ::
না, ভূমিকা ভেবে চরিত্র রূপায়নের কোন প্রয়োজনও নেই :: আমাদের চরিত্রও প্রোগ্রামড্ সম্ভবতঃ, কে জানে ? কেবল আমরা 'খেলবো না এ খেলা' বলে বেঁকে না বসলেই হলো ~
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন