বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০০৫

রাজনৈতিক

বাইরে সময়সূচী না মেনে চলা শীত ::
শারীরিক অসুস্থতা, আলস্য ভরা একটা লম্বা সময় :: কোন পোস্টিং করা হয় নি ।
প্রায় ঘুমিয়ে কাটিয়েছি ৩-৪ দিন, সন্ধ্যায় ঘুম ভাঙার পর আবার শুয়ে পড়া - একরকম অস্বাভাবিক জীবনযাপন ::
নিজের কথা লেখা বাদ দিই

আমাদের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী হিন্দু জঙ্গিবাদ বলে একটা নতুন টার্ম আমাদের উপহার দিয়েছেন এবং অবস্থা বেগতিক দেখে আবার ঢোক গিলেছেন আমরা এর আগে পার্থ সাহা নামের একজনকে পেয়েছিলাম , এবার পেলাম একজন আত্মাকে ::

হ্যা, অবশেষে তিনি বলার মত কিছু সাফল্য পেয়েছেন ; ধর্মীয় সন্ত্রাসবাদকে মূলমন্ত্র করে গড়ে ওঠা একটা সংগঠন ছোটখাটো ধাক্কায় হাওয়ায় মিলিয়ে যাবে, এমনটা আশা করার মত কোন কারণ নেই ::

রাজনীতিবিদ দের কি মিথ্যে এবং উদ্দেশ্যমূলক কথা বলাটা অভ্যাসে দাঁড়িয়ে যায় ? গতকাল মিঃ বুশ ইরাক যুদ্ধের ব্যাপারে ভুল তথ্যের কথা স্বীকার করেছেন :: তিনি যে প্রথম থেকেই মিথ্যে বলছেন না - আমাদের এটা বিশ্বাস করানোর জন্যে এরপর তিনি কী বলবেন ? আমেরিকানরা এই লোকটাকে সহ্য করে কীভাবে ? অবশ্য ব্যাপারটা অস্বাভাবিক নয় সম্ভবতঃ ..

রাষ্ট্রনীতি এবং রাজনীতি বিষয়ক সমালোচনা এখানেই বন্ধ করি এতক্ষণে মনে হল , কাল ১৬ই ডিসেম্বর

যখন পাকিস্তানি প্রেতাত্মাদের নিয়ে নিজামী বা মুজাহিদ নামের কোন যুদ্ধাপরাধী জাতীয় পতাকা উড়িয়ে ঘুরে বেড়ান , তখন দিনটা ভুলে যাওয়াই ভাল ::

কোন মন্তব্য নেই: