শনিবার, ডিসেম্বর ০৩, ২০০৫

ঈশ্বরই জানেন

নিউজ সাইটগুলোর আপডেট দেখতে এখন ভয় হয়, Breaking news হিসেবে 'B' আদ্যাক্ষরের লম্বা কোন শব্দ দেখলেই জাগে অজানা আশংকা !
আমাদের অনুভূতি সত্তা বোধহয় অভ্যস্ত হয়ে যাচ্ছে, তবে সম্ভবতঃ মরে যায়নি

ধর্মবিশ্বাস ব্যাপারটা অনেকটা মাদকের মত, আর ধর্মব্যবসায়ীরা মাদক বিক্রেতা - না, উপমাটা হয়তবা সাধারণভাবে ধর্ম বিশ্বাস করে জীবনযাপন করেন এমন কারও কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে , কিন্তু ব্যাপারটা তাই - অন্ততঃ আমি তাই মনে করি প্রবলভাবে ধর্মবিশ্বাসী ( না, আমি জঙ্গিবাদী অর্থে বলছি না, সাধারণ মানুষ) কাউকে দেখলে আমার তাই মনে হয়

আমি ব্যক্তিগতভাবে এরকম বেশকিছু মানুষ দেখেছি:: আমাদের সমাজ, যেখানে ধর্ম কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, বরং ধর্ম পালন করলে ভাল মানুষের দলে ফেলা হয় - সেখানে এরকম মানুষের অনেক আচরণ আমি বুঝতে পারি না ; কখনো লোকদেখানো মনে হয় , কখনো উপরের উপমাটা মনে পড়ে :: এমনকি শিক্ষিত এবং দায়িত্বশীল অবস্থানের মানুষও আছেন তাদের মধ্যে ~

আমি অনেককেই কারো সম্পর্কে বলতে শুনেছি "লোকটা ভালো, নামাজ-কালাম পড়ে ......" নামাজ-কালাম পড়া ভালো লোক হওয়ার জন্যে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত ?

আর অর্ধশিক্ষিত, বঞ্চিত মানুষকে তো ধর্মের কথা বলে সহজেই বিভ্রান্ত করা যায় :: কাজেই আমাদের দেশে যা ঘটছে সেটা রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতা, সমাজকাঠামোর অসারতার উপস্থাপন, নয় কি?

ধর্মে অন্ধ সব মানুষের জন্য এখন করূণা ছাড়া আর কিছু বোধ হচ্ছে না

কিন্তু, এখন কী করার আছে, আমাদের দক্ষ এবং বুদ্ধিমান শাসকদের ? যারা নিজেরাই ধর্মব্যবসায়ী পালন করেন ক্ষমতায় থাকার জন্য !

অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের জন্যে ভিভিআইপি নিরাপত্তা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে আমাদের স্বজন এবং সুহৃদ দের তারা কী নিরাপত্তা দেবেন ?
আমরা শুধুই পার্সন ?(কোনো বিশেষণ ছাড়া ) , কিংবা যারা ভিভিআইপি নিরাপত্তার ব্যবস্থা করবেন, তাদের নিরাপত্তা দেবে কে ?
ঈশ্বরই জানেন !

কোন মন্তব্য নেই: