শনিবার, নভেম্বর ১২, ২০০৫

ব্যক্তিগত পঃ বিঃ

অনেকটা সময় পর ব্লগে অ্যাকসেস করছি, মাঝে কিছুটা ব্যস্ততা, কিছুটা আলস্য জনিত কারণে লেখা হয়নি । ( পঃ বিঃ - ১)

মাঝে ঈদ ছিল , ঘুমিয়ে কাটানো :: অন্য সব ঈদের সাথে পার্থক্য সেটুকুই, কারণ ঘটনাক্রমে ছুটির দিনের সাথে মিলে যাওয়া ; উল্টো সেটা বিরক্তিকর অবশ্য, উইক্-ডে হলেই দিনটা সহজে পার করা যায় উইকএন্ডে বাঙালিদের টাইপড্ ঈদ গ্যাদারিং , টাইপড্ এই অর্থে যে, যেটা যেমন হয় তেমনই :: যেটা ভাল লাগে সেটা ভালই আর যেটাতে অনিচ্ছে নিয়ে যাই, সেটাতে যাওয়ার পরও ইচ্ছেটা বাড়ে এমনটা নয়

কয়েকদিন আগে ভার্সিটিতে বুয়েটের এক স্যারের সাথে দেখা হল, ১/১ এ ( আমার বুয়েটজীবনের একমাত্র টার্ম ) - আমাদের কেমিস্ট্রি সেশনাল নিতেন এবং আমি যে হলে থাকতাম- আউল্লা পঃ - এর প্রভোস্ট ছিলেন :: সম্ভবতঃ দুই মাসের কিছু একটা রিসার্চ সম্পর্কিত কাজে এসেছেন

এই সিমেস্টারের কোর্স মোটামুটি সবগুলোই ভাল লাগছে - বিষয়বস্তু হিসেবে একেবারেই মেজর-সম্পর্কিত ব্যাপার-স্যাপার, সেজন্যেই বোধহয় :: তবে অ্যাসাইনমেন্ট বেশি - এটাই ঝামেলার ; প্রতি সপ্তাহে UML class ডায়াগ্রাম আঁকতে ভীষণ বিরক্ত লাগে , এই অ্যাসাইনমেন্ট করার আগে টিচারকে কিছুক্ষণ গালিগালাজ করে নিই এবং সাবমিট করার আগে Apple কে আরেকবার ; Mac OS এর জন্যে , শেষ মুহূর্তে ল্যাব থেকে প্রিন্ট নিতে গিয়ে প্রতিদিনই ঝামেলায় পড়তে হয় , Mac server মাঝে-মধ্যেই ঘুমিয়ে নেয় ( পঃ বিঃ -২)


অল্প সময়ে কোন সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে আমি খুবই অপটু , বিশেষ কিছু কেনাকাটা করতে গেলে একবার বাইরে বের হয়ে কিছুক্ষণ ভেবে নিই অবশ্য শেষ পর্যন্ত নেয়া সিদ্ধান্ত যে সঠিক প্রমাণিত হয় এমনটাও নয় ~

:: পঃ বিঃ - পরস্পরবিরোধিতা ::
:: আউল্লা পঃ - আহসানউল্লাহ হল পশ্চিম , বুয়েট ::

কোন মন্তব্য নেই: