শুক্রবার, অক্টোবর ২৮, ২০০৫

দন্ত্য ন অণুকাব্য

ঘটনাহীন, প্রায় ব্যস্ত একটা সপ্তাহ
এই টার্মে অ্যাসাইনমেন্ট বেশি, এবং বেশিরভাগই ভীষণ ঝামেলার :: ক্লাসে ঘুম পায়, তবে ঘুমাই না খুব একটা ; লজ্জ্বার ব্যাপার লেকচার এর মাঝে ঘুমিয়ে পড়া :: ঘুম পেলে ক্লাস থেকে বের হয়ে গেলেই হয় , ঘুমানোর জন্যে ক্লাসে বসে থাকাটা অর্থহীন

ইদানীং পড়ছি দন্ত্যস রওশন এর অণুকাব্যসমগ্র :: ভীষণ মজার , ভদ্রলোকের নামটা অদ্ভূত, (প্রকৃত নাম নয় অবশ্যই! ) অণুকাব্য ব্যাপারটা নতুন, না-কবিতা, না-ছড়া ; একটু ঝাল, একটু মিষ্টি

আমায় দেখে
দরোজা দিলে, একি
তাই তো তোমায়
জানালা দিয়ে দেখি

কিংবা ,
বরাবরই সে বসত
একদম লাস্ট বেঞ্চে
আমার চাকরি হলো
তারই রেফারেন্সে


আরেকটা আছে এরকম ::
যে দেশে ভালো সরকার নেই
সে দেশে থাকার দরকার নেই

<<দন্ত্যস রওশনের অণুকাব্যসমগ্র :: সময় , প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি বইমেলা ২০০৫ >>

কোন মন্তব্য নেই: